| | |

২২শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশকে ব্রিটেনের রেড লিস্ট প্রত্যাহার।
বৃটেন প্রবাসী বাংলাদেশীদের বাঁধ ভাংগা আনন্দ।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ করোনাভাইরাস মহামারি থেকে বৃটেনের জনসাধারনকে সুরক্ষা করা সরকারের অন্যতম পদক্ষেপ। করোনাভাইরাস মহামারি যেন আর বাড়তে না পারে সেজন্য ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে বিশ্বে যে সব দেশে করোনাভাইরাস এর আক্রান্ত বেশী সেই সব দেশের যাত্রীদের বৃটেনে প্রবেশের ক্ষেত্রে বাধ্যবাধকতা আরোপ করা হয়। ট্রাফিক লাইটের মতো লাল, আম্বার এবং সবুজ।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশকে ব্রিটেনের লাল তালিকা থেকে আম্বারে নিয়ে আসা হবে। এই সংবাদের সাথে সাথে বৃটেন প্রবাসী বাংলাদেশীদের মনে এক বাঁধভাংগা আনন্দ ছড়িয়ে পরে।এই রেড বা লাল তালিকার কারনে ৬ হাজারের ও বেশী বৃটিশ প্রবাসী বাংলাদেশে আটকা আছেন। এছাড়া অনেক প্রবাসীর বাংলাদেশে যাওয়া জরুরী হলেও কুরাইন্টাইনের ভয়ে দেশে যাচ্ছেন না। এই তালিকা পরিবর্তনের ফলে বৃটেন এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত অনেকটা বেড়ে যাবে।সবাই সহজে যাতায়াত করতে পারবেন এইটাই সবচেয়ে বড় আনন্দ।

বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হল- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান। বৃটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস এ ঘোষণা দিয়েছেন।

আগামী ৪ঠা অক্টোবর থেকে যুক্তরাজ্যে ভ্রমণের বর্তমান ট্রাফিক লাইট সিস্টেম লাল, অ্যাম্বার ও সবুজ বাতিল করা হবে এবং এগুলোর পরিবর্তে শুধু লাল তালিকা থাকবে। এক্ষেত্রে লাল তালিকার বাইরে কোনো দেশের নাগরিকরা যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে কোনো বিধিনিষেধের আওতায় থাকবে না।

৪ঠা অক্টোবর থেকে ভ্রমণকারীদের প্রি-সিআর টেস্ট করতে হবেনা। অক্টোবরের শেষ থেকে লাল তালিকার বাইরের দেশ থেকে আগত টিকার ডোজ পূর্ণ করা যাত্রীদের পিসিআর টেস্টের ফি মওকুফ করা হবে। কিন্তু টিকা না দেওয়া যাত্রীদের পিসিআর টেস্টের সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে।

অন্যদিকে করোনা পজিটিভ রোগীদের আইসোলেশনে থাকতে হবে এবং বিনামূল্যে তাদের পিসিআর টেস্ট করা হবে। একই সাথে এইসব পিসিআর টেস্টে করোনার নতুন ধরন শনাক্তসহ ভাইরাসের জিনগত পরিবর্তন রেকর্ড করা হবে। এই নতুন ব্যবস্থায় আগামী বছর পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে আশা লাল তালিকাভুক্ত দেশগুলো থেকে আগত যাত্রীদের এখনো ১০ দিনের মেয়াদে কোয়ারেন্টাইনে থাকতে হয়।

ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট শ্যাপস বলেছেন, ট্রাফিক লাইট সিস্টেম বাতিল করা হবে একটি চমৎকার উদ্যোগ। এতে বিভিন্ন দেশে আটকে পরা যুক্তরাজ্যের নাগরিকরা স্বচ্ছন্দে ফিরতে পারবেন, তাদের এক্সট্রা অর্থ খরচ করতে হবেনা। এছাড়া যুক্তরাজ্যে অধিকতর মানুষ ভ্রমণ করার সুযোগ পাবে এতে দেশটির পর্যটন খাত গতিশীল হবে।

করোনাভাইরাস মহামারি থেকে সুরক্ষার জন্য আমাদের সবাইকে আরো সতর্ক থাকতে হবে।ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি নিজেদেরকে নিজে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা করুন আমিন।


Similar Posts