| | |

২০২২ সাল আমার সাফল্যের বছর।


স্বাগত ২০২৩।শুভ ইংরেজী নববর্ষ ।

প্রতিটি বছর জুড়ে থাকে সুখ, দুঃখ, হাসিকান্না, পাওয়া না পাওয়া এবং প্রিয়জনকে হারানোর বেদনা এবং কিছু প্রাপ্তি। এর মধ্যে চাওয়া থেকে পাওয়ার ভাগ বেশী হলেই সাফল্য বলে ধরা হয় ।ঠিক তেমনি বছর শেষে হিসাব মিলানো সত্যিই বড় কঠিন। তারপরও আমি অল্পতে সন্তস্ট থাকার মানুষ। সেই হিসেবে ২০২২ সাল আমার জন্য এক সাফল্যের বছর বলতে পারি।

যদিও এই করোনা ভাইরাস মহামারিতে আমার আত্বীয় স্বজন অনেকেই মারা গেছেন।২০২২ সালের মাঝে মারা গেলেন আমার ছোট বোনের স্বামী আব্দুল বারেক এবং বছরের শেষ প্রান্তে এসে মারা গেলেন আমার ছোট চাচা হাসেম মৃধা। (ইন্নাহ নিল্লাহের ওয়া ইন্নাহ ইলায়হের রাজিউন)। আল্লাহর কাছে দোওয়া করি যেনো সবাইকে আল্লাহ বেহেস্ত নসীব দান করেন। সেই সাথে আমার মৃত্যু বাবা মার জন্য আপনার সবাই দোওয়া করবেন।আমিন।

২০২২ সালের জানুয়ারি মাসে আমার বড় মেয়ে জুয়াইরিয়া মৃধার(আঁকত)বিয়ে হয় এবং জুনে অনুস্ঠান এবং মেঝো মেয়ে রায়হানা সাদিয়া মৃধার বিয়ের অনুস্ঠান হয় আগস্টের প্রথম সপ্তাহে। এই দুইটি বিয়ে এবং বিয়ের অনুস্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করা আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। সবাই দোওয়া করবেন যাতে ওরা সুখী হতে পারে। সেই সাথে আত্বীয় হিসেবে পেয়েছি দুই টি ভালো পরিবার।

সেঝো মেয়ে অররা মৃধার জিসিএসই পরীক্ষায় অসাধারন কৃতিত্ব।আমাদের পরিবারের জন্য মহা পাওয়া।

চাকরি জীবনে প্রমোশন আর একটি সাফল্য।চ্যানেল এস এর সিনিয়র ক্যামেরাম্যান থেকে সিনিয়র রিপোর্টার হিসেবে পদান্নতি।সাংবাদিকতায় এবং কাজের ক্ষেত্রে এটি বড় পাওয়া।সাংবাদিকতাকে শুধু আমি পেশা হিসেবে নয়।সেবা মনে করে কাজ করি।মানুষের এবং সমাজের সেবা করার নিয়তে কাজ করে যাচ্ছি।দোওয়া করবেন যাতে সব সময় মানুষের সেবা করে যেতে পারি।বস্তুনিস্ট সংবাদ পরিবেশন করতে পরি।

অন লাইনে এমএএইচ লন্ডন টিভি এবং লন্ডন বাংলা ভয়েজ পেইজে প্রতি শনিবার রাত সাড়ে ১০টায় নিয়মিত চলছে মৃধা শো। এ পর্যন্ত ১৫১ টি শো হয়েছে।এই বছর ৫১টি পর্ব হয়েছে।দিন দিন যেমন দর্শকের চাহিদা বাড়ছে ঠিক তেমনি এর ব্যাপ্তি ও বৃদ্ধি পাচ্ছে। আপনিও অংশ গ্রহন করুন।

সেপ্টম্বর মাসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ক্রিকেট এবং ফুটবল ২০২২ দুইটি টুর্নামেন্ট বৃহৎ পরিসরে অতি চমৎকার ভাবে সাফল্যের সাথে সম্পন্ন হয়।

বছরের শেষে নভেম্বর মাসে আমার শ্বাশুড়ী লন্ডনে আসেন। যদিও ভিসা হয়েছে ২/৩ বছর পরে।অনেক আগেই আসার কথা থাকলেও ভিসা পেতে অনেক দেড়ী হয়েছে। তারপরও তিনি এসেছেন এতেই আমরা পরিবারের সবাই মহা খুশী।

বছরের শেষে ডিসেম্বরে চ্যানেল এস এর নিউজের জন্য নতুন গাড়ি।

সব মিলিয়ে ২০২২ সাল আমার জন্য সাফল্যের বছর।

বিদায় ২০২২ এবং স্বাগত ২০২৩।শুভ ইংরেজী নববর্ষ ।পুরাতন বছরের সকল দুঃখ কস্ট ক্লানি ভুলে নতুন বছর নিয়ে আসবে শান্তি ও সম্বৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তি।এইটাই যেন বৃটেন সহ সারা বিশ্বের ব্যাবসায়ী, রাজনীতিবিদ এবং সাধারন মানুষের প্রত্যাশা।অর্থনৈতিক মন্দা কাঁটিয়ে উঠতে ব্যাবসায়ীদের সহযোগিতায় এগিয়ে আসবে সরকার এবং বন্ধ হবে যুদ্ধ। অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য এনার্জি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দাম ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসে সরকার।

২০২৩ সাল বয়ে আনবে আমাদের সবার জীবনে আরো সাফল্য, সুখ, সম্বৃদ্ধি এবং অনাবিল আনন্দ।সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং শুভকামনা।

ধন্যবাদান্তে

মোঃ রেজাউল করিম মৃধা

সিনিয়র রিপোর্টার,

চ্যানেল এস , নিউজ, লন্ডন।


Similar Posts