২০২১ সালের বাজেটে শ্রমিকদের সুরক্ষা,ব্যাবসায়ী সুবিধা সহ বিভিন্ন খাতে ৪০৭ বিলিয়ন গ্রান্ট দিয়ে অর্থনৈতিক পূনর্রুদ্ধার করতে চায় ব্রিটেন।
মো: রেজাউল করিম মৃধা।
বাজেট ঘোষনাই বলে দেয় ব্রিটেনের আগামী একটি বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা। কি কি থাকছে কোন খাতে কি ভাবে অর্থ আসবে এবং অর্থ খরচ হবে। এই বছর বেশ কয়েকটি খাতকে প্রাধান্য দিয়েই বাজেট ঘোষনা করেন ব্রিটিশ চ্যান্চেলর ঋষি সুনাক।
যেমন:-
১/ ওয়ার্কার বা শ্রমিকদের সুযোগ সুবিধা।
বাজেটে সব চেয়ে বেশী প্রাধান্য দেওয়া হচ্ছে শ্রমিকদের তাই এই বাজেট কে শ্রমিক বান্ধব বাজেট বলা হচ্ছে।
ফারলু স্কিম – যা প্রায় ৪ মিলিয়ন লোককে সমর্থন করে
বাসায় থেকেও বেতনের শতকরা ৮০% পারসেন্ট পেয়েছেন। এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও আগামী সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
২/ লোকাল বা স্মল বিজনেস। বিজনেস রেডস ফ্রি এবং বিজনেস গ্রান্ট:-
দি ফেডারেশন অফ স্মল বিজনেস ইউকের চেয়ারম্যান- মাইক চ্যারি বলেন,” স্মল বিসনেস টিকিয়ে রাখার জন্য সরকারকে আরো বেশী গ্রান্ট দিতে হবে। সরকারের রোড ম্যাপ অনুযায়ী ১২ই এপ্রিল স্মল বিসনেস গুলি খুলবে। আগামী ১২ই এপ্রিলের পূর্বেই যেন সব ব্যাবসা প্রতিস্ঠান এবং রেস্টুরেন্ট গুলি যেন অনুদানের অর্থ পেয়ে যায় সরকারকে সে ব্যাপার নিস্চিত করতে হবে এবং স্মল বিজনেস দের জন্য দীর্ঘ পরিকল্পনা করা বিশেষ প্রয়োজন,”।
৩/ ফ্রি এমবিএ ট্রেনিং ফ্রি । বা প্রশিক্ষন দিয়ে শ্রমিক তৈরি করা।
৪/ ক্রিকেট, ফুটবল সহ সকল খেলাঘূলা সহযোগিতা ও অনুদান।
৫/ আর্ট , মিউজিয়াম ও কালচার রক্ষায় অনুদান।
এছাড়াও বাজেটে ইংল্যান্ডের মিউজিয়াম, যাদুঘর এব্য গ্যালারির জন্যে ৪০৮ মিলিয়ন পাউন্ড এবং হাইস্ট্রীট ব্যবসায়ীদের সহযোগিতার জন্যে আরো ৫ বিলিয়ন পাউন্ড গ্র্যান্টের ঘোষণা
৬/ রেস্টুরেন্ট ও হসপিটালিটি সেকশন অধিক অনুদান।
৭০০,০০০ বেশী, দোকান, রেস্টুরেন্ট , বারবার শপ, নন এসেনসিয়াল শপ , পাব , জীম সহ বিভিন্ন ব্যাবসা পিরতিস্ঠান এই £৫ বিলিয়ন পাউন্ড গ্রান্ট পাবে।
৭/ ভ্যাকসিনকে প্রাধান্য গিয়ে আরো অর্থ সহযোগিতা দেওয়া।
ব্রিটিশ সরকার অক্সফোর্ড কভিড-১৯ ভ্যাকসিন জ্যাব প্রস্তুত করার জন্য £৮৮ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে।অক্সফোর্ড ইউনিভার্সিটি আস্ট্রাজেনিকা কম্পানির সাথে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে।প্রয়োজনে আরে বরাদ্দ দেওয়া হবে ।
৮/ স্ট্যাম্প ডিউটি ফ্রি, ঘরবাড়ি বিক্রি ও মর্গেজে সহযোগিতা। কভিড-১৯ কারনে অর্থনৈতিক চ্যালেন্জের মুখে আছে। এই চ্যালেন্জ মোকাবেলায় বাড়িঘর বিক্রিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বেশী বেশী বাড়িঘর বিক্রি হলে অর্থনৈতিক চাকা দ্রুত স্বচল হবে। প্রথম বাইয়ারের জন্য মাত্র শত করা ৫% পারসেন্ট ডিপোজিট দিয়ে ব্যাংক মর্গেজ দিবে এবং শতকরা ৯৫% পারসেন্ট লেন্ডার ব্যাংক থেকে অর্থ পাবেন । এর ফলে অনেক নতুন এবং ইয়াংরা বাড়িঘর কেনার প্রতি আগ্রহ বাড়বে,”।
৯/ এলিট বা হাই স্কীল ওয়ার্কারদের জন্য বিশেষ বরাদ্দ থাকছে।
১০/ বিনিয়োগ বা শিক্ষানিবেশের জন্য থাকছে আরো সুবিধা দেওয়া হবে প্রশিক্ষণার্থীদের
ব্রিটিশ চ্যান্সেলর ঋষি সুনাক বুধবার তার বাজেটে ইংল্যান্ডে প্রশিক্ষণার্থীদের জন্য ১২৬ মিলিয়ন পাউন্ড বৃদ্ধির ঘোষণা করেন।
বর্তমানে ইংল্যান্ডের সংস্থাগুলি ২৫ বছরের কম বয়সী প্রতিটি নতুন শিক্ষানবিশকে ২০০০ পাউন্ড এবং২৫ বছরেরও বেশি বয়সীদের জন্য ১৫০০ পাউন্ড প্রদান করা হয়েছে, এছাড়াও তারা ইতিমধ্যে অন্য প্রকল্পের আওতায় পাচ্ছে ১০০০ পাউন্ড অনুদান।
এছাড়া ও থাকছে
১১/ ইউনিভার্সেল ক্রেডিড
বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পরিবারকে সহযোগিতার জন্যে আগামী ৬ মাস ইউনিভার্সেল ক্রেডিটে সপ্তাহে ২০ পাউন্ড বেশি– ইউনিভার্সাল ক্রেডিটে ২০ পাউন্ড সাপ্তাহিক বৃদ্ধি সহ এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও আগামী সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
১২/ ইউনিভেস্টমেন্ট অ্যান্ড লেভিনিং আপ
১৩/ কর্পোরেট ট্যাক্স:-
কর্পোরেট ট্যাক্স ২৫% করে ২০২৩ সাল থেকে বাধ্যতামূলেক করা হবে।
১৪/ পেনশন ট্যাক্স
১৫/ ক্যাপিটাল গ্রান্ড ট্যাক্স
১৬/ এডুকেশন।
“শিক্ষাই জাতির মেরুদন্ড”
ব্রিটেনে শিক্ষাব্যাবস্থা সবার সবার শীর্ষে।
সবার জন্য সবার আগে শিক্ষা।
এই প্রত্যয় নিয়েই দীর্ঘ দিন ধরে কাজ করার ফলে বিশ্বের শিক্ষা ব্যাবস্থায় সবারউপরে ব্রিটেন।ব্রিটেনের শিক্ষা গ্রহনের আগ্রহ সারা বিশ্বের শিক্ষার্থীদের। শিক্ষা খাতে রয়েছে অতিরিক্ত অর্থ বরাদ্দ।
১৭/ হেল্থ এবং এনএইচএস :-হেল্থ সার্ভিসসহ এনএইচএস এর জন্য পর্যাপ্ত পরিমানের অর্থ বাজেটে রাখা হয়েছে।
১৮/ টুরিস্ট
১৯/ জিরো কার্বন
২০/ এনভায়রনমেন্ট, জলবায়ু পরিবর্তন এবং হ্রাস হওয়া জীববৈচিত্র্য এমন ঘটনা হওয়া উচিত যা সরকার প্রস্তুত করতে শুরু করেছে
এটি একটি “দীর্ঘ কঠিন শীতকালীন” এবং “আমরা সকলেই বেশ কয়েক মাস ধরে হাইবারনেট করছি”, তবে আরও ইতিবাচকভাবে তিনি বলেছিলেন যে “হিম গলাতে শুরু করেছে”।
২১/ সেল্ফ ইমপ্লয়মেন্ট :
এছাড়া বাজেটে প্রায় ৬ লাখের বেশি সেল্ফ এমপ্লয়েডের জন্যে গ্র্যান্টের সুবিধা বাড়ানোর ঘোষণাও দেন চ্যান্সেলার। বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত নি¤œ আয়ের পরিবারকে সহযোগিতার জন্যে আগামী ৬ মাস ইউনিভার্সেল ক্রেডিটে সপ্তাহে ২০ পাউন্ড বেশি
২২/ ইনকাম টেক্স :-
অনেকেই ইনকাম টেক্স দিতে শুরু করেছে এই ইনকাম ট্যাক্সের মাধ্যমে ব্রিটেনের অর্থনীতি আরো সম্বৃদ্ধ হবে।
২৩/ বাউন্স ব্যাক লোন:-
ব্যাবসা প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য সরকার বিনা শর্তে £২০০০ পাউন্ড থেকে £৫০,০০০ পাউন্ড করে ব্যাবসায়ীক লোন বা বাউন্স ব্যাক লোন দিয়েছে। লোন গ্রহনের এক বছর পর অর্থাৎ ১২ মাস পর থেকে লোনের কিস্তি পরিশোধের নির্দেশনা থাকলেও বর্তমান করোনাভাইরসের কথা চিন্তা করে লোন পরিশোধের সময় বর্ধিত করা হচ্ছে।
বিভিন্ন খাত প্রাধান্য পাচ্ছে এই বারের বাজেটে।২০১৬ সালের বাজেটের সাথে সামন্জস্য রয়েছে অনেক খাতে।
ঋষি সুনাক বলেন,”জনসাধারণের আর্থিক টেকসই করা “রাতারাতি ঘটবে না” তবে তিনি সংবাদপত্রের প্রতিবেদনগুলি নিশ্চিত করেন নাই যে তিনি আয়কর প্রান্তিকে হিমায়িত করার বা লোণ কমাতে করপোরেশন ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা চলছে সব কিছু পর্যালোচন করেই আগামী বাজেট ঘোষনা করা হবে।এই বাজেটে রেস্টুরেন্ট এবং হাই স্ট্রিট শপ গুলির জন্য বিশেষ সুবিধা রয়েছে।সব মিলিয়ে ৪০৭ বিলিয়ন পাউন্ড শুধু গ্রান্ট দেওয়া হবে এর ফলে আগামী বাজেটেই ঘুরে দাঁড়াবে এবং পূনরুদ্ধার ব্রিটেনের অর্থনীতি।
তিনি আরো বলেন,” এক দিনেই অর্থনীতি স্বচল হবেনা অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তবে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই অর্থনৈতিক অবস্থা আবার স্বাভাবিক অবস্থায় আসবে”।