১লা এপ্রিল থেকে ইংল্যান্ড “ফ্রি কভিড টেস্ট” সিস্টেম থাকছে না।

মোঃ রেজাউল করিম মৃধা।
আগামী ১লা এপ্রিল থেকে ইংল্যান্ডে ফ্রি কভিড টেস্ট, কভিড টেস্টের যন্ত্রপাতি বা কিট বক্স আর ফ্রি না দেওয়ার ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন,” কভিড-১৯ করোনাভাইরাস মহামারি থেকে আমরা আমরা উত্তরন পেতে চাই। অত্যান্ত কঠিন সময় আমরা পার করেছি।শক্ত মনোবল নিয়ে আমাদের আগের অবস্থানে ফিরে যেতে হবে।১লা এপ্রিল থেকে ফ্রি কভিড টেস্ট সিস্টেম তুলে নেওয়া হবে,”।
তবে চীফ ম্যাডিক্যাল অফিসার ক্রীস হুইটি এবং চীফ সাইন্টিস্ট প্যাট্রিক ভ্যালেন্স বলেন,” ফ্রি কভিড টেস্ট সিস্টেম বন্ধ হলেও ভ্যানেরেবল এবং অসুস্থ্য রোগীদের জন্য টেস্ট সিস্টেম থাকা অতি জরুরী। কভিড সিম্টম দেখা দিলে তাকে অবশ্যই সেল্ফ আইসোলেশনে থাকতে হবে। ঘরের বাহিরে গেলে অবশ্যই মুখে মাক্স ব্যাবহার করতে হবে। সাথে কভিড -১৯ এর সকল নিয়ম তাকে অবশ্যই ফলো করতে হবে,”।
চ্যান্চেলার ঋশি সুনাক বলেন,” কভিড টেস্ট এর যন্ত্র বা কিট বক্সের জন্য ব্যায় হয়েছে £১৫ বিলিয়ন পাউন্ড যা গত বাজেটে দেওয়া হয়েছে। আগামী বাজেটে ফ্রি কিটস এর কোন পরিকল্পনা গ্রহন করা না হতে পারে। সে জন্যই ফ্রি কিট বা ফ্রি কভিড টেস্ট সিস্টেম বন্ধ করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে,”।