হিথ্রো এয়ারপোর্টে ৫০ বৎসরের মধ্যে ২০২১ সালে সব চেয়ে কম যাত্রীর যাতায়াত করেছে।

মোঃ রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ করোনাভাইরাস মহামারির কারনে বার বার লকডাউন ও আইন কানুন কঠিন সহ বিভিন্ন নিয়মের কারনে যাত্রীরা বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমন করছেন না। যার ফলে যাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ব্রিটেন সর্ববৃহৎ এবং সারা বিশ্বের সবচেয়ে ব্যাস্ততম এয়ারপোর্ট হিথ্রো । এই এয়ারপোর্ট দিয়ে বর্তমানে যাত্রী সংখ্যা দীর্ঘ ৫০ বৎসরের মধ্য সবচেয়ে কম যাত্রী যাতায়াত করছে।
হিথ্রো এয়ারপোর্টের চীফ এ্যাক্সিকিউটিভ জন হোল্যান্ড কেএ বলেন,” ১৯৭২ সালের পর ২০২১ সালে সবচেয়ে কম যাত্রী যাতায়াত করেছেন। মাত্র ১৯.৪ মিলিয়ন যাত্রী। অথচ কভিড-১৯ করোনাভাইরাস মহামারির পূর্বে প্রতি বছর ৮০ মিলিয়নের ও বেশী যাত্রী যাতায়াত করতো”।
কম যাত্রী যাতায়াতের ফলে গত বছর সরকার ট্যাক্স লস করেছে £১.৮ বিলিয়ন পাউন্ড অথচ পূর্বের বছর গুলিতে আয় ছিলো £৩.৪ বিলিয়ন পাউন্ড। সেই সাথে তিনি আরো বলেন,”হিথ্রো এয়ারপোর্টকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে হবে। কোন কোন সিস্টেম সেই ৫০ বছরের পুরাতন রয়ে গেছে”।
CAA এর তথ্য মতে কভিডের সকল বিধিনিষেধ তুলে নেওয়ার পর শতকরা ২% যাত্রী বেশী যাতায়াত করছে। কভিডের পর শতকরা ১০% যাত্রী তাদের ভ্রমনের আগ্রহ হারিয়ে ফেলেছে।
HACAN এর কো-অরডিনেটর পাউল ব্যাকফোর্ড বলেন,” হিথ্রো এয়ারপোর্টের ৩নং রানওয়ে আনুধিকরন করা হয়েছে এতে শব্দ দূষন, পুলসন , নেটজেরো সহ সকল সুবিধা রয়েছে। তবে কম যাত্রী এবং কম বিমান উঠা নামা করলে পরিবেশ অনেক ভালো থাকবে”।