| | |

স্মারক সন্মাদনা প্রদান।


বিলেত প্রবাসী সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধাকে স্মারক সন্মাননা প্রদান করেছায়াতল বাংলাদেশে

ঢাকায় ২৮শে অক্টোবর ২০২৩ পথ শিশুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বিলেত প্রবাসী সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধাকে।ছায়াতল বাংলাদেশের ভাইস চেয়ার- তাউহিদুন্নাহার দীপ্তি, অফিস এসিসটেন্ট আসমা আক্তার ও অফিস এসিসটেন্ট আবু বক্কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোহাম্মদ ইব্রাহিম , ঝিল্লুর রহমান পরাগ সহ অন্যন্যারা।সাংবাদিক মোঃ রেজাউল করিম মৃধা দীর্ঘদিন ধরেই প্রবাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে কাজ করে যাচ্ছেন।

ছায়াতল বাংলাদেশ অনাথ ও পথ শিশুদের শুধু শিক্ষা এবং আশ্রয় ই নয় তাদের সুপ্রতিস্ঠিত করাই এদের কাজ। “ছায়াতল বাংলাদেশ” সহযোগিতা করার আহ্বান রইলো।


Similar Posts