সেল্ফ ইমপ্লয়মেন্ট SEISS গ্রান্ট পাবেন,৮০% পার্সেন্ট।
আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩১শে মার্চ ২০২১।
মো: রেজাউল করিম মৃধা।
সেল্ফ ইমপ্লয়মেন্টদের জন্য সুখবর দিলেন ব্রিটিশ সরকার। করোনাভাইরস মহামারিতে ক্ষতি গ্রস্থ পুরো ব্রিটেন। বিভিন্ন সেক্টরে সরকার ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সহযোগিতা ও অনুদান ঘোষনা করা হয়েছে আগামী অর্থ বছরের বাজেটে। সেই সাথে সেল্ফ ইমপ্লয়মেন্টদের জন্য নতুন সুখবর যে তাদের জন্য সরকার বিশেষ গ্রান্ট বরাদ্দ করেছে।
সেল্ফ ইমপ্লয়মেন্ট SEISS গ্রান্ট ২০২১ সালের ৩১শে জানুয়ারী পর্যন্ত অব্যহত থাকবে। পাবেন বাৎসরিক ইনকামের শতকরা ৮০% পারসেন্ট। এই গ্রান্টের জন্য আবেদন করার শেষ সময় ৩১শে মার্চ ২০২১। তাই আর দেডী না করে এখনই আপনার একাউন্টটের মাধ্যমে আবেদন করুন।
আবেদনের জন্য ২ থেকে ৩ বৎসরের পুরাতন ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। কমপক্ষে ২০১৯ এবং ২০২০ সালের ট্যাক্স রিটার্ন দমা দিয়েই আবেদন করলে আপনি পাবেন বৎসরে £৭.৫০০ থেকে ৫০ হাজার পর্যন্ত আপনার ট্যাক্স রিটার্নের ইনকামের উপর ভিত্তি করে এমাউন্ড পাবেন।
তবে আবেদনের সাথে আপনাকে প্রমান করতে হবে আপনি কভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ হয়েছেন। আপনার বিজনেস অ্যাফেক্ট, ক্যাপাসিটি এবং ডিমান্ড সহ প্রমানপত্র জমা দিতে হবে।
আপনি আবেদন করার সময় প্রমান পত্র গুলি সুন্দর ভাবে জমা দিবেন এবং বিগত বছরের ইন্কাম ও খরচ সহ জমা দিতে হবে।
ইউনিভ্যার্সেল ক্র্যাডিট নতুন ভাবে ESA এবং JSA নামে পরিচালিত হচ্ছে। নিউ স্টাইল ইএসএ আপনার গত ২ অথবা ৩ বৎসরের ন্যাশনাল ইন্সুরেন্সে আপনার কন্ট্রিবিউট করেছেন এর সঠিক প্রমান দিয়ে সঠিক ভাবে ৩১শে মার্চের মধ্যে আবেদন করে সেল্ফ ইমপ্লয়মেন্ট হিসেবে পাবেন ইনকামের শতকরা ৮০% পারসেন্ট গ্রান্ট।