| |

সেল্ফ আইসোলেশনের £৫০০ পাউন্ড প্রজেক্টের ব্যার্থতা কার?


মো: রেজাউল করিম মৃধা।

করোনাভাইরস মহামারি থেকে জনসাধারনকে রক্ষা করা এবং করোনাভাইরস মহামারি মোকাবেলায় বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। কিছু কিছু প্রজেক্ট বা প্রকল্প পরিকল্পনা বাস্তবায়ন স্বার্থক হলেও কিছু কিছু পরিকল্পনা ব্যার্থ হয়েছে।

সেল্ফ আইসোলেশনের £৫০০ পাউন্ড প্রজেক্ট ব্যার্থ হয়েছে।সরকারের ঘোষনা অনুযায়ী করোনা পজেটিভ হলে ১০ দিন নিজের ঘরে নিজে নিজে আইসোলেশনে থাকলে এবং বাসায় থাকা এবং করোনার পজেটিভ সার্টিফিকেট সহ কাউন্সিলে জমা দিলে উক্ত রোগীকে £৫০০ পাউন্ড বনাস দিবে সরকার কিন্তু এই প্রজেক্টের শতকরা ৭০% পারসেন্ট এপ্লিকেশনই রিজেক্ট করে দিয়েছে কাউন্সিল।

অনেক শ্রমজীবি এই প্রকল্পের প্রতি শ্রদ্ধাশীল হয়েই করোনার পজিটিভ হওয়ার পর নিজ বাসায় ১০ দিন বা পূর্বের নিয়মে ১৪ দিন আইসোলেশনে থাকার পর কাউন্সিলে এপ্লিকেশন করার পর সেই এপ্লিকেশন রিজেক্ট করার ফলে রোগী সরকার ঘোষিত £৫০০ পাউন্ড পাওয়া থেকে বন্চিত হচ্ছেন। তখন সেই রোগী কিভাবে নিজে চলবেন? এবং পরিবার পরিচালনা করবেন?

দি কভিড অপেরাশন কমিটির পক্ষ থেকে ক্যাবিনট অফিস মিনিস্টার – মাইকেল গোভ বলেন,”যাদের কভিড-১৯ পজেটিভ সিম্টম আছে। তারা নিজ বাসায় আইসোলেশনে থাকলে বনাস পাবেন £৫০০ পাউন্ড”।

প্রতিটি কাউন্সিলে বা লোকাল গভার্মেন্টের নিকটি আপনার কভিড-১৯ পজেটিভ সার্টিফিকেট এবং আপনি ১০ দিন আইসোলেশনে ছিলেন তার সঠিক প্রমান দিলে £৫০০ পাউন্ড বনাস সরকার।

অবশ্য গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৯,৮৭৭ টি এ্যাপ্লিকেশন বিশ্বাস যোগ্যতার অভাবে রিজেক্ট করা হয়েছে। বিশেষ করে আইসোলেশনের ডকুমেন্ট কাউন্সিল গ্রহন না করে এপ্লিকেশন রিজেক্ট করেছে।

সেই সাথে ৬ই জানুয়ারি ২০২১ থেকে ১৫ই ফেব্রুয়ারি করোনা পজেটিভ হয়ে ১০ দিন আইসোলেশনে থাকার পর কাউন্সিলে আবেদন করলে শতকরা ৭০% পারসেন্ট এপ্লিকেশন রিজেক্ট করেছে ব্রিটেনের কাউন্সিল গুলি। এর ফলে সরকারের বেঁধে দেওয়া আইনের প্রতি সম্মান জানিয়ে আইসোলেশনে থেকে কাউন্সিলের মর্জির উপর ভিক্তি করে শতকরা ৭০% রোগী করোনায় আক্রান্ত হয়ে সেল্ফ আইসোলেশনের থাকার পরও £৫০০ পাউন্ড বনাস থেকে বন্চিত হচ্ছেন। এই দায় কার সরকারের, কাউন্সিলের নাকি রোগীর নিজের?

শুধু ইংল্যান্ডে মোট ৩৩৯ টি বারা কাউন্সিল এবং ৪৩৫ টি লোকাল অথরিটি । সমগ্র ইউকে তে ৪০৪ টি প্রিন্সিপাল কাউন্সিল। এর মধ্যে ২৫ টি কাউন্ট্রি কাউন্সিল । ১৮৮ টি ডিস্ট্রিট কাউন্সিল এবং ১৯১ টি ইউনিটারি কাউন্সিল।

তবে অনেক প্রজেক্ট বা ইসুতে সমান ভাবে কাজ করলেও কভিড-১৯ বা করোনাভাইরস মহামারির করোনা পজেটিভ এবং সেল্ফ আইসোলেশনের প্রজেক্টে এক এক কাউন্সিল তাদের নিজের ইচ্ছেমত ব্যাবহার করার ফলে এই প্রজেক্ট সফল হতে পারে নাই। নিজেদের নিজস্ব ক্ষমতা তাদের মত করে ব্যাবহার করার ফলে সত্যিকারেরে অনেক রোগীই এই £৫০০ বনাস পাননি।

দি ট্রেড ইউনিয়ন কনপ্রেস “TUC” তাদের নিজস্ব গবেষনা তথ্য অনুযায়ী করোনা পজিটিভ হয়ে সেল্ফ আইসোলেশনে থাকা শতকরা ৭০% পারসেন্ট রোগীই £৫০০ পাউন্ড বনাস থেকে বন্চিত হয়েছে। ইংল্যান্ডের ১৯০,০০০ আবেদনের মধ্যে বনাস পেয়েছেন ৫৮,০০০ জন রোগী।

এসেক্সের রসফোর্ড কাউন্সিল এবং তোরিজের দেভন কাউন্সিল সবচেয়ে খারাপ অবস্থায় আছে। লিডস সিটি কাউন্সিল একটি বনাসের সাথে কাউন্সিলের বেনিফিট সহ অন্যান্য বেনিফিট এক করে মহা জটের সৃস্টি করেছে। অপর দিকে অক্সফোর্ড কাউন্সিল সবচেয়ে বেশী সাপোর্ট দিয়ে শতকরা ৯০% রোগীকেই £৫০০ করে বনাস দিয়েছে।

হুলো সিটি কাউন্সিল সরকারের বাজেটের চেয়ে চার গুন বেশী বনাস দিয়েছে।সরকারের দেওয়া £১০০,০০০ পাউন্ডের বাজেট হলেও কাউন্সিলের নিজস্ব ফান্ড থেকে করোনার পজেটিভ রোগীদের সেল্ফ আইসোলেশনে থাকা প্রতিটি রোগীকে £৫০০ পাউন্ড করে বনাস দিয়েছে এবং পরবর্তীতে এই প্রজেক্টের কার্যকর্ম অব্যহত থাকবে।


Similar Posts