সেপ্টেম্বর থেকে ব্রিটেনে শুরু হচ্ছে,তৃতীয় ডোজ ভ্যাকসিন।
মো: রেজাউল করিম মৃধা।
আগামী সেপ্টেম্বর থেকে ৩০ মিলিয়ন অসুস্থ্য, বৃদ্ধ এবং ভানেরেবল মানুষকে প্রাধান্য দিয়ে করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য ইমুনিটি সিস্টেম বৃদ্ধির লক্ষে ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বোস্টার ডোজ ভ্যাকসিন কার্যক্রম স্কীম শুরু করতে যাচ্ছে বৃটিশ সরকার।
হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,” ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বোস্টার ডোজ সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রোগীর শারীরিক অবস্থার উপর নির্ভর করে অর্থাৎ ভারেরেবল এবং বয়স্কদের প্রাধান্য দিয়ে তৃতীয় ডোজ বোস্টার ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি চলছে’”।
ইন্ডিপেন্ডেট সাইন্টিফিক এ্যান্ড মেডিক্যাল এডভাইজার JCVI এর চুরান্ত অনুমোদন নিয়েই ভ্যাকসিনের তৃতীয় ডোজ দেওয়া হবে।
সাইন্টিস্ট প্রফেসর আদাম ভিন বলেন,” তৃতীয় ডোজ ভ্যাকসিন সকল প্রস্তুত সমন্ন হয়েছে। এখন JCVI এর তথ্যমতে শারিরীক ভাবে বেশী দূর্বল, অসুস্থ্য এবং ভানেরেবল তাদের অগ্রাধিকার ভিত্তিতে বয়স অনুযায়ী ভ্যাকসিনের তৃতীয় বোস্টার ডোজ ভ্যাকসিন দেওয়া হবে,”।
ইমুনোলজিস্ট প্রফেসর পিটার বলেন,” বোস্টার স্কীম একটি চলমান প্রকৃয়া। এই বোস্টার ডোজ সবার জন্য প্রয়োজনীয়। ধারাবাহিক ভাবেই এই কার্যক্রম অব্যহত রাখতে হবে,”।