| |

সেন্টার লন্ডনে গাড়ী প্রবেশে
নতুন করে যোগ হলো বাউন্ডার চার্চ £৩.৫০ পাউন্ড।


মো: রেজাউল করিম মৃধা।

লন্ডন মেয়র সাদিক খান টিএফএল এর £৩.৪ বিলিয়ন পাউন্ড সংগ্রহে নতুন উদ্দ্যোগ নিয়েছেন। গ্রেটার লন্ডন বা সেন্টার লন্ডনে গাড়ী প্রবেশ করলেই কন্জেনশন চার্চ এর সাথে আরো £৩.৫০ পাউন্ড বাউন্ডারী চার্চ দিতে হবে।

এখন থেকে গ্রেটার লন্ডনে আপনার প্রাইভেট কার বা গাড়ী নিয়ে প্রবেশ করলেই দিতে হবে।

১/ কন্জেনশন চার্চ £১৫.০০

২/ ইউএলইজেট চার্চ £১২.৫০ এবং

৩/ বাউন্ডারী চার্চ £০৩.৫০

———————————————-

মোট£৩১.০০ পাউন্ড

অবশ্য লন্ডন মেয়র সাদিক খান বলেন,”দুই বছর আগে থেকেই এই উদ্দ্যোগ নেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারনে দেড়ী হয়েছে। সেই সাথে এই নিয়ম ২৫শে অক্টোবর ২০২১ সাল পর্যন্ত অব্যহত থাকবে”।

টিএফএল “মনে করে গাড়ীতে চার্চ বসানোর ফলে অনেকেই গাড়ী নিয়ে গ্রেটার লন্ডনে আসতে অনাগ্রহী হবেন। এর ফলে পাবলিক সার্ভিস ব্যাবহার করবেন। তাতে টিএফএল লাভোবান হবে। সেই সাথে পরিবেশ দূষন মুক্ত হবে”।

অতিরিক্ত £৩.৫০ পাউন্ড বাউন্ডারী চার্চ বসানোর ফলে গাড়ী চালক সহ সকল সংশ্লিষ্ট সকলে মেয়রের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।


Similar Posts