| |

সেটেল্টমেন্ট স্টাটাজে এপ্লিকেশন না করায়, হাজার হাজার ইইউ নাগরিক ইউকে ছাড়তে বাধ্য হচ্ছেন।


মো: রেজাউল করিম মৃধা।

ইউকে স্থায়ীভাবে বসবাসের জন্য আসা ইইউ নাগরিকরা অনেকেই সঠিক নিয়মে সেটেল্টমেন্ট স্টাটাজে এপ্লিকেশন নির্দিষ্ট সময়ের না করায় হাজার হাজার ইইউ নাগরিককে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বর থেকে বেনিফিট বন্ধ হয়ে যাবে। যার ফলে তারা নিজ দেশে ফেরত যেতে বাধ্য হবেন।

ইউকে এবং ইইউর সাথে গত বছর ২০২০ এর ৩১শে ডিসেম্বর ব্রেক্সিট সম্পন্ন হয়। ঐ সময়ের মধ্যে যেসব ইইউ নাগরিকরা ইউকে তে এসেছেন তাঁরাই স্থায়ী হতে পারবেন। সেই সব নাগরিকদের সকল প্রমানপত্র বা আনুসাংগিক কাগজ পত্র সহ সেটেল্টমেন্ট স্টাটাজে এপ্লিকেশন করার জন্য ৩০শে জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়ে ছিলো। এর পরও হোম অফিস আরো ৪ সপ্তাহ আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছিলো।সেই সময়ের মধ্যেও যারা আবেদন করতে ব্যার্থ হয়েছেন তাদের বেনিফিট বন্ধ সহ কাজ করার অধিকার ও হারাচ্ছেন। এখন বাধ্য হয়েই ইউকে ছাড়তে হচ্ছে।

২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা ইউকে বসবাসের জন্য ইউরোপ থেকে এসেছিলেন, তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের সময়সীমা ধরে দেওয়া হয়েছিল ৩০ জুন পর্যন্ত।কিন্তু হোম অফিস এখন পর্যন্ত চার লাখ আবেদনের চুরান্ত সমাধান দিতে পারেন নি এ জন্য আরো চার সপ্তাহ বা ২৮ দিন সময় বাড়ানো হয়েছিলো।এ নির্দিষ্ট সময়ের পর চুরান্ত সিদ্ধান্ত গ্রহন করেছে হোম অফিস।যারা সঠিক নিয়মে আবেদন করেন নাই তাদের ইউকে ছাড়তে হবে।

এ পর্যন্ত ৫.৬ মিলিয়ন ইউরোপিয় ইউনিয়নের নাগরিক ব্রিটেনে স্থায়ী হতে আবেদন করেছেন। এদের মধ্যে প্রায় সকল আবেদন এখন নিস্পত্তি হলেও হাজার হাজার নাগরিক নির্দিষ্ট সময়ে সঠিক নিয়মে আবেদন করতে না পারায় অনেককেই ইউকে ছাড়তে হচ্ছে। এরমধ্যে বেশি সংখ্যক আবেদন বাতিল হচ্ছে পোল্যান্ড ও রোমানিয়ার নাগরিক সহ ইউরোপের অন্যন্য দেশের নাগরিকরা রয়েছেন।

যদিও ব্রেক্সিট চুক্তি অনুসারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাগরিকরা ভ্রমনের উদ্দেশ্যে ৯০ দিনের জন্য কোনো প্রকার ভিসা ছাড়াই ব্রিটেন বা (ইউকে) প্রবেশ করতে পারবেন।


Similar Posts