| |

“সুস্থ্য দেহ সুস্থ্য মন” সংগঠনের পক্ষ থেকে ১০১ বৎসর বয়সী দবিরুল চৌধুরীকে সম্মাননা প্রদান।


মো: রেজাউল করিম মৃধা।

গত সোমবার ৭ই জুন ইস্ট লন্ডনে ১০১ বৎসর বয়সী দবিরুল চৌধুরীর সমাজ সেবা, চ্যারিটি ওয়ার্ক, আর এফসি ফান্ড রাইজিং এবং রানী কর্তৃক ওবিই খেতাব সহ বিভিন্ন কাজে উৎসাহিত হয়ে “সুস্থ্য দেহ সুস্থ্য মন” সংগঠনের পক্ষ থেকে দবিরুল চৌধুরীকে সম্মাননা তুলে দেওয়া হয়।

সুস্থ্য দেহ সুস্থ্য মন এবং ইস্ট লন্ডন হিউম্যান রাইট্স কমিশনের প্রেসিডন্ট মন্জু আরা মনি সম্মাননা তুলে দেন। অনুস্ঠানে বক্তব্য রাখেন:-

নিউহ্যাম কাউন্সিলের কাউন্সলার – আয়েশা চৌধুরী,

বার্কিং এ্যান্ড ড্যাহেনহ্যাম কাউন্সিলের কাউন্সিলার ফয়জুর রহমান, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, সমাজ সেবক মো: জয়নাল আবেদীন, ব্যাবসায়ী হীরা লুৎফর নাহার, হিউম্যান রাইট্স কমিশন ইস্ট লন্ডন শাখার জেনারেল সেক্রেটারি রিক্তা আক্তার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট শিউলী আক্তার সহ আরো অনেকে।

বক্তারা বলেন দবির চৌধুরী বাংলাদেশর গর্ব। প্রবাসেও তিনি আমাদের পথ প্রদর্শক। এই সংগঠনের পক্ষ থেকে সম্মাননা পেয়ে দবিরুল চৌধুরী বলেন “আপনারা সবাই সমাজের জন্য কাজ করেন। তবেই সমাজ সুন্দর হবে । অসহায় মানুষ সাহায্য পাবে “। সাথে শুনালেন কয়েকটি কবিতা। দবিরুল চৌধুরী কবিতা শুনে মুগ্ধ অতিথিগণ।

সেই সাথে সুস্থ্য দেহ সুস্থ্য মন সংগঠন মানুষকে সুস্থ্য রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।বিশেষ করে কমিউনিটির প্রতিটি নারী যেন শারীরিক ও মানসিক দিক দিয়ে সবসময় যেন ভালো থাকে সুস্থ্য থাকেন । এখানে স্বাস্থ সম্পর্কে সব ধরনের বিষয়ে আলোচনা করা হয়। যেমন বেয়াম ডায়েট,ওজন,হেলদি লাইফ ইষ্টাল হেলদি কুক,মানসিক প্রশান্তি ইত্যাদি। মোট কথা যে কোনো ভাবেই হোক সুস্থ্য দেহ সুস্থ মন নিয়ে ভালো থাকতে হবে।


Similar Posts