| |

সিস্টার ফোরামের উদ্দ্যোগে,
ইস্ট হ্যামের সেন্ট্রাল পার্কে মোমবাতি জ্বালিয়ে সাবিনা নেছার হত্যার প্রতিবাদ অনুস্ঠিত।


মো: রেজাউল করিম মৃধা।

গত ১লা অক্টোবর ইস্ট লন্ডনের ইস্টহ্যাম সেন্ট্রাল পার্কে মোমবাতি জ্বালিয়ে সাবিনা নেছা হত্যার প্রতিবাদ সভার আয়োজন করে সিস্টার ফোরাম।

কমিউনিটি এ্যাক্টিভিস্ট সাবিহা কামালীর পরিচালনায় প্রতিবাদ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের মেয়র রোকসানা ফায়েজ, আরো বক্তব্য রাখেন উইমেন্স এইড এর সিইও ফারাহ নাজের, উইমেন্স রাইট্স এ্যাকটিভিটিস এর কর্মকর্তা জুনেদিন গ্রাহল, উইমেন হান্ডেড্স এর লাউরা কেকুতি সহ নিউহ্যাম বারা কাউন্সিল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৮ ই সেপ্টেম্বর বিকালে সাবিনা নেছার মৃতদেহ পাওয়া যায় সাউথ ইষ্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারেরর পাশে ।সাবিনা নেছা লুইশাম রাশিগ্রীন প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন । দ্যা ডিপোট বার নামের একটি পাবে সাবিনার যাওয়ার কথা ছিলো।

তিনি তার বাসা থেকে পার্ক হয়ে পাবের দিকে যাচ্ছিলেন। এদিকে নিজের ঘর থেকে বন্ধুর সাথে দেখার করার সময় মাত্র পাঁচ মিনিট পথের দূরত্বে পথে মর্মান্তিক ভাবে সাবিনা নেছা হত্যা করে ৩৬ বৎসর বয়স্ক কচি স্যালামাজ।এমন তথ্যই দিয়েছে মেট পুলিশ।এরই মধ্যে হত্যাকারীর ছবিও প্র্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

সাবিনা নেছার প্রতি সমবেদনা জানাতে সিস্টার ফোরাম ১লা অক্টোবর বুধবার সন্ধ্যায় ইস্টহ্যাম সেন্ট্রাল পার্কে মোমবাতি জ্বালিয়ে এই প্রতিবাদ সভায় বলা হয় আর যেন কাউকে এভাবে হত্যাকাণ্ডের স্বীকার হতে না হয় সবাই যেন নিরাপদে যাতায়াত করতে পারে বক্তারা এই দাবী তুলে ধরেন। মেয়র এবং বারা কমান্ডার আশা প্রকাশ করেন এবং বলেন “আমরা আমাদের সাধ্যমত চেস্টা করে যাচ্ছি,”।


Similar Posts