| | |

সারথী আর্টস এর দারুন অনুস্ঠান।


গত ১১ ফেব্রুয়ারী ২০২৪।

বাংলার পঞ্চকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দিজেন্দ্রনাথ লাল রায়, অতুল প্রসাদ ও রজনীকান্ত সেন এর বাংলা সঙ্গীত, কাব্য, সাহিত্য ও সংস্কৃতির সকল ক্ষেত্রে অবদানের জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ‘মেলোডিয়াস মেটাফোরস্’ নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বিলেতর স্বনামধন্য প্রতিষ্ঠান সারথি আর্টস । পূর্ব লন্ডনের রিচমিক্স সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটি বাংলা সংস্কৃতিপ্রেমীদের এক মিলন মেলায় পরিণত হয়। লন্ডনের সঙ্গীত, আবৃত্তি, যন্ত্রসংগীত ও নৃত্য শিল্পীসহ সহ সারথী আর্টস এর শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে অগণিত দর্শকদের । প্রখ্যাত গায়িকা ও সঙ্গীত শিক্ষক ফারজানা সিফাত স্বপ্নার পরিচালনায় অনুষ্ঠিত হয় এই অনন্য আয়োজন ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে এসেছিলেন পণ্ডিত চিরঞ্জীব চক্রবর্তী । শিল্পীদের মধ্যে ছিলেন তনুশ্রী গুহ, সুমনা ভট্টাচার্য, ওস্তাদ ইউসুফ আলি খান, মিলন বিশ্বাস, অমিত দে, মইয়ুখজিৎ চক্রবর্তী সহ আরও অনেক গুণী ও প্রতিভাবান শিল্পীবৃন্দ ।


Similar Posts