সাবিনা নেছার হত্যাকারি “কচি স্যালামাজকে”আজ কোর্টে তোলা হচ্ছে।

মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেনের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড
সাবিনা নেছার হত্যা। এই হত্যা কান্ড ঘটিয়েছে কোচি স্যালামাজ নামের ৩৬ বছরের একজন ইস্টান ইউরোপিয়ান ডেলিভারি ড্রাইভার। কোচি স্যালামাজকে গত রবিবার বিকেলে ইস্ট স্যাসেক্সের ইস্টবর্ণ এলাকা থেকে গ্রেফতার করেছিলো পুলিশ এবং আজ তাকে কোর্টে তোলা হচ্ছে।
গত ১৮ ই সেপ্টেম্বর বিকালে সাবিনা নেছার মৃতদেহ পাওয়া যায় সাউথ ইষ্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারেরর পাশে ।সাবিনা নেছা লুইশাম রাশিগ্রীন প্রাইমারী স্কুলের শিক্ষিকা ছিলেন । দ্যা ডিপোট বার নামের একটি পাবে সাবিনার যাওয়ার কথা ছিলো। তাই তিনি তার বাসা থেকে পার্ক হয়ে পাবের দিকে যাচ্ছিলেন। এদিকে নিজের ঘর থেকে বন্ধুর সাথে দেখার করার সময় মাত্র পাঁচ মিনিট পথের দূরত্বে পথে মর্মান্তিক ভাবে সাবিনা নেছা হত্যা করে ৩৬ বৎসর বয়স্ক কচি স্যালামাজ।এমন তথ্যই দিয়েছে মেট পুলিশ।এরই মধ্যে হত্যাকারীর ছবিও প্র্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।
তদন্তকারী পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাবিনা হত্যা কান্ডের সাথে কচি স্যালামাজের যোগসূত্র পাওয়া গিয়েছে। মংগলবার সকালে অভিযুক্ত ব্যক্তিতে কোর্টে তোলা হবে।
মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাকারী একজন ফুড ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করেন এবং সে মূলত ইস্টার্ন ইউরোপিয়ান।
তদন্তকারী পুলিশ আরও জানান, তারা হত্যাকারী সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। কচি স্যালমাজ ইস্টবর্ন এলাকায় থাকতো। তবে কি কারনে সাবিনা নেছাকে হত্যা করা হয়েছে তা এখনও জানায়নি পুলিশ।
এর পূর্বেও পর পর দুই ব্যাক্তিকে গ্রেফতার করে বন্ড সই দিয়ে ছেড়ে দিয়েছে। তবে প্রকৃত হত্যাকারী হিসেবে কচি স্যালামাজকে সনাক্ত হতে যাচ্ছে।
অভিযুক্ত হত্যাকারীর যে এলাকায় থাকতো সেই এলাকার এক দোকানদার জানান, মাঝে মাঝে তার দোকানে আসতো এই ব্যক্তি। গ্যাস বা পানি বিল দিলে দোকান থেকে জিনিস পত্র কিনে নিলেও খুব বেশি কথা বলতো না। সব সময়ই চুপচাপ থাকতো।
কোর্টে হাজিরা এবং জিজ্ঞাসাবাদের পর প্রকৃত এবং মূল তথ্য পাওয়া যাবে।
তথ্য:- বিবিসি