| |

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
বিজয়ের ৫০ বছর উৎযাপন।


মো: রেজাউল করিম মৃধা।

গত ৫ ডিসেম্বর ২০২১ ইস্টলন্ডনের কমার্শিয়াল রোডের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির একটি হলে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে, বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে

বিজয়ের ৫০ বছর উৎযাপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদ ছোটন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পীকার আহবাব হোসেন। বীর মুক্তিযুদ্ধা সুজা মাহমুদ,

শেফালী হক, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিশ্বজনমত গঠিত ইউকে বাংলাদেশ মহিলা সমিতির অন্যতম সদস্য ফেরদৌসি রহমান, কাউন্সিলর আয়শা চৌধুরী।

সভার শুরুতে সকল শহিদেরপ্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত সকলে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনুভুতি প্রকাশ করেন শহহদ সন্তান বাবুল হোসেন, জামাল খান, স্মৃতি আজাদ, নুরুল ইসলাম, গবেষক ফারুক আহমদ সহ আরো অনেকে।

২য় পর্বে ছিল আবৃত্তি। পরিচালনা করেন স্মৃতি আজাদ। আবৃত্তি করেন— মিসবাহ জামাল ,শতরুপা চৌধুরী, ফয়জুল ইসলাম ফয়েজনূর, সামছুজ্জোহা, মোস্তফা জামান চৌধুরী।

অনুষ্ঠানের ৩য় পর্বে ছিল স্বরচিত কবিতা।

পরিচালনা করেন হেনা বেগম। স্বরচিত কবিতাপাঠে অংশ নেন — কবি আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মণি,ব্রজেন চৌধুরী, শাহাদাত করিম, মোসাইদ খান,মোস্তফা জামান চৌধুরী, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ,উদয় শংকর দূর্জয় , সৈয়দ হিলাল সাইফ, এনায়েত সরওয়ার, আসমা মতিন, নাজ নায়িম, মুহাম্মদ মুহিদ, হাফসা নূর, নুরজাহান রহমান,সাহারা খান, মরিয়ম চৌধুরী, লুৎফুন নাহার, ফাতেমা তাহিরা জিনিয়া,আব্দুল কাইয়ুম, রহমত আলী, শেখ সামছুল ইসলাম, আব্দুছ ছালাম, আনিমদিন জাকারিয়া।

সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন। বিশিস্ট শিল্পী সালেহ মওসুফ, জুবের আক্তার সোহেল, তানজিয়া তানিয়া , শতরুপা চৌধুরী, নুসরাত তামান্না, শ্রেয়শী দাস, মোহনা ও তাসনুভা।

বুকস্টলে ছিল লেখক পাঠকের উপচে পড়া ভিড়। ইউকের লন্ডন এবং বিভিন্ন শহর থেকে আসা অতিথিদের উপস্থিতি পুরো হল যেন একটুকরো ছোটো বাংলাদেশে পরিণত হয়েছিল।


Similar Posts