সম্পন্ন হলো লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল এর জাঁকজমক টুর্নামেন্ট ২০২১।

মো: রেজাউল করিম মৃধা।
গত রবিবার দুপুর ১২টা থেকে মাইলএন্ড স্টেডিয়ামের মিনি ফুটবল পীচে অনুষ্ঠিত সিক্স এ সাইট ফুটবল টুর্নামেন্টে ১০ টিমের খেলায় লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীবারের মত চ্যাম্পিয়ন হয়েছেন ওয়ান বাংলা ইউনাইটেড। রানার্সআপ হয়েছে আবাহনী।
ফিফটি এক্টিভ ক্লাবের সার্বিক সহযোগিতায় রবিবার দুপুর ১২টা থেকে মাইলএন্ড স্টেডিয়ামের মিনি ফুটবল পীচে অনুষ্ঠিত সিক্স এ সাইট ফুটবল টুর্নামেন্টে ৯টি দল অংশনেয়। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ড শেষে সেমিফাইনালে চ্যানেল এস কে ট্রাইব্রেকারে পরাজিত করে ফাইনালে যায় ওয়ান বাংলা ইউনাইটে। অন্যদিকে আবাহনী ২-০ এলবি২৪ কে পরাজিত করে ফাইনালে পৌছায়। ফাইনাল খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় ওয়ান বাংলা ইউনাইটেড।
খেলা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পুরস্কার বিতরনী পর্ব। ইভেন্ট সেক্রেটারী মো: রেজাউল করিম মৃধার পরিচালনায় ও ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, শুভেচ্ছা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, ট্রেজারার আ স ম মাসুম ফিফটি এক্টিভ ক্লাবের সভাপতি দৌলত খান বাবুল, সাধারণ সম্পাদক আনফর আলী।
শুরুতেই লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের স্পন্সর গ্রামীণ লিংক, মিন্ট ক্যাটারার্স, সোনার গাঁও রেস্টুরেন্ট, বার্কিং ফিস বাজার ও লিজেন্ড এক্সপ্রেসের পৃষ্ঠপোষকদের মেডেল উপহার দেওয়া হয়।
এরপর আসে সেই মহিন্দ্র ক্ষন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়ার। টুর্নামেন্ট শেরা খেলোয়ার ওয়ান বাংলা গোলকিপার জাকির হোসেন, সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হন বাহার উদ্দিন। তাদের হাতে ক্রেস তুলে দেন আমন্ত্রিত অতিথিগন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ‘চ্যানেল এস’ ২-০ গোলে ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল করেন, ইব্রাহিম খলিল ও সাগর। দ্বিতীয় খেলায় ‘বিলেত’ ০-০ গোলে ‘বাংলা পোস্ট’ এর সাথে ড্র করে। তৃতীয় খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ৩-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়।
প্রথম গোলটি ছিলো আত্মঘাতি গোল, দলের পক্ষে অপর দুটি গোল করেন আহাদ চৌধুরী বাবু ও রুহেল। চতুর্থ খেলায় ‘সাপ্তাহিক দেশ’ ০-২ গোলে ‘এলবি২৪’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে দুটি গোলই করেন, সোহেল। পঞ্চম খেলায় ‘আবাহনী’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, সাগর। ষষ্ঠ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ০-২ গোলে ‘বিলেত’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল করেন, আলম।
সপ্তম খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসায় ১-০ গোলে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ওয়াক ওভার লাভ করে। অষ্টম খেলায় ‘সাপ্তাহিক দেশ’ ২-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল দুটি করেন, ফয়সাল ও রুমান।
নবম খেলায় ‘বাংলা পোস্ট’ ০-২ গোলে ‘আবাহনী‘র কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, বুলবুল হাসান ও রুহুল। দশম খেলায় ‘বিলেত’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, বাহার। একাদশতম খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসায় ‘এলবি২৪’ ১-০ গোলে ওয়াক ওভার লাভ করে।
দ্বাদশ খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ৪-০ গোলে ‘সাপ্তাহিক দেশ’কে হারিয়ে দেয়। দলের পক্ষে দুটি গোল করেন, আহাদ চৌধুরী বাবু, অপর দুটি গোল করেন, সোবহান ও রুহেল। ত্রয়োদশ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ০-২ গোলে ‘আবাহনী’র কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন রুহুল।
চতুর্দশ খেলায় ‘বাংলা পোস্ট’ ০-২ গোলে ‘চ্যানেল এস’ এর কাছে হেরে যায়। দলের পক্ষে গোল দুটি করেন, বাহার। পঞ্চদশ খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসলে ০-১ গোলে ‘আইওএন টিভি’ ওয়াক ওভার লাভ করে। ষোড়শ খেলায় ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ১-২ গোলে ‘এলবি২৪’ এর কাছে হেরে যায়। এলবি২৪ এর পক্ষে গোল দুটি করেন সোহেল; ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর পক্ষে একমাত্র গোলটি করেন, আহাদ চৌধুরী বাবু। সপ্তদশ খেলায় ‘বিলেত’ মাঠে না নামলে ০-১ গোলে ‘আবাহনী’ ওয়াক ওভার লাভ করে।
অষ্টাদশ খেলায় ‘সুরমা এন্ড পত্রিকা ইউনাইটেড’ ১-০ গোলে ‘বাংলা পোস্ট’কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল করেন, হেলাল সাইফ। ঊনবিংশ খেলায় ‘মিডল্যান্ডস বাংলা মিডিয়া’ মাঠে না আসলে ০-১ গোলে ‘সাপ্তাহিক দেশ’ ওয়াক ওভার লাভ করে। কুড়িতম খেলায় ‘এলবি২৪’ ১-০ গোলে ‘আইওএন টিভি’কে হারিয়ে দেয়। দলের পক্ষে গোল করেন, জুবায়ের আহমেদ।
গ্রুপ ‘এ’ থেকে ‘চ্যানেল এস’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ‘আবাহনী’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘বি’ থেকে ‘এলবি২৪’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ রানার্সআপ হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘চ্যানেল এস’, ‘বি’ গ্রুপ রানার্সআপ ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ কে মোকাবিলা করে।
নির্ধারিত সময়ে খেলা ড্র হলে পরে ট্রাইব্রেকারে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ২-১ গোলে ‘চ্যানেল এস’ কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। পেনাল্টি শুট আউটে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ এর পক্ষে কয়েছ আহমেদ রুহেল ও জাকির হোসেন কয়েছ গোল করেন, আহাদ চৌধুরী বাবু মিস করেন। ‘চ্যানেল এস’ এর পক্ষে বাহার গোল করেন, সাগর ও তাজ গোল মিস করেন। দ্বিতীয় সেমিফাইনালে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ‘এলবি২৪’, ‘এ’ গ্রুপ রানার্সআপ ‘আবাহনী’ কে মোকাবিলা করে। ‘আবাহনী’ ২-০ গোলে ‘এলবি২৪’ কে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দলের পক্ষে গোল দুটি করেন, রুহেল ও বিপুল।
ফাইনালে ‘ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড’ ১-০ গোলে ‘আবাহনী’ কে হারিয়ে ‘মিডিয়া কাপ ফুটবল ২০২১’ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।