শিক্ষাবিদ অধ্যাপক আবুল হাসেম এর দ্বিতীয় বই বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাজ্য অধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন।
যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবিদ আবুল হাশেম-এর দ্বিতীয় গ্রন্থ ‘বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য অধ্যায়’ -এর মোড়ক উম্মেচন অনুষ্ঠিত হলো ২৬ জুন সন্ধ্যায় লন্ডনের মেনর পার্কের একটি রেস্টুরেন্টে। । যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সভাপতি সুলতান মুহাম্মদ শরীফ এর সভাপতিত্বে এবং বইটির অনুলেখক সুজাত মনসুর ও যুক্তরাজ্য আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ শামীম আহমেদ-এর যৌথ পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতারা বলেন, জনাব আবুল হাশেম-এর যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ৫০ বছরের ওপরে। দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে। সুতরাং তাঁর রচিত যুক্তরাজ্য আওয়ামী লীগের ইতিহাস ভিত্তিক এই বইটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে চিহ্নিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সাংসদ মোহাম্মদ হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন , যুক্তরাজ্য আওয়মী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের আব্দুল সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী, মহিলা সম্পাদিকা মেহের নিগার চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন গৌরব ‘৭১ যুক্তরাজ্য শাখার সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা ও সঙ্গীত পরিবেশ করেন শাহনাজ সুমি। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখকের সহধর্মিণী বেগম ফেরদৌসী হাশেম।
এছাড়া আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসুক আহমেদ, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক খসরুজ্জামান খসরু, লেখক এডভোকেট শাহ ফারুক আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গৌস খানের জামাতা সৈয়দ জহুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ওকিব, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গ্র্যাজুয়েট ক্লাবের সাধারণ সৈয়দ এহসানুল হক, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মইনুল হক, কাউন্সিলর রহিমা রহমান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হুসনা মতিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনা আকতার, কোষাধ্যক্ষ নাজমা হোসেন, লন্ডন আওয়ামী লীগ নেতা আমিনুল হক জিলু, উপস্থাপিকা নাজরাতুন নাঈম, গ্র্যাজুয়েট ক্লাবের পক্ষে ড. বি এম রাজ্জাক, সেলিনা আকতার জোসনা, আসমা আলম, ছড়াকার হিলাল সাইফ, কলামিস্ট আজিজুল আম্বিয়া, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ও সাংবাদিক সারওয়ার আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক দফতর সম্পাদক নুর উদ্দিন আহমেদ, কাউন্সিলর ওসমান গনি, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর সৈয়দ আবুল বাশার, লেখকের বড় মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মনিকা ও তার দুই সন্তান।