শমশের নগর হাসপাতাল নির্মাণে লন্ডনে ফান্ডরাইজিং ডিনার অনুস্ঠিত।

মৌলভীবাজার জেলার শমশেরনগরে স্হানীয় এলাকাবাসির উদ্যোগে গড়ে ওঠেছে শমশেরনগর জেনারেল হাসপাতাল । পৃথীবির বিভিন্ন দেশে ইতিমধ্যে গড়ে উঠেছে শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ।
সম্প্রতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্হ্য অধিদপ্তর হতে হাসপাতাল পরিচালনার জন্য লাইসেন্স দেয়া হয়।
এ উপলক্ষে গত ২১শে এপ্রিল রোববার শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউ কে’র উদ্দ্যোগে বিলেতে বসবাসরত দাতা সদস্য ও বিলেতে বাঙ্গালী কমিনিটির নেতৃবৃন্দ নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুস্টিত হয় পূর্ব লন্ডনের একটি হলে ।
শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউ কে’র আহ্বায়ক ময়নুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউর রহমান খান শাহীনের পরিচালনায় এতে প্রধান অতিথী হিসেবে উপস্হিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার জাহেদ চৌধুরী ।
অনুস্টানে কমিটির পক্ষ থেকে জানানো হয়,
শুরুতে ৯ জন জন বল নিয়ে হাসপাতালের কার্যক্রম শুরু হবে ।
হাসপাতালের দ্রুত অগ্রগতি শুনে সন্তুস্টি প্রকাশ করে প্রধান অতিথী স্পীকার জাহেদ চৌধুরী বলেন , আর্ত মানবতার কল্যানে এ হাসপাতালে যে বা যারা এগিয়ে এসেছেন তারা মহান। আগামীতে যে কোন ধরনের সহযোগীতার প্রয়োজন হলে তিনি সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন বাংলা প্রোসক্লাবের সভাপতি,মোহাম্মদ জুবায়ের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তাইসির মাহমুদ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের এক্সিকিউটিভ মেম্বার ও মিসবাহ জামাল,মা ও শিশুরোগ বিশেজ্ঞ ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, কাউন্সিলার ব্যারিস্টৈর মোস্তাক আহমেদ, সাপ্তাহিক সুমার সাবেক সম্পাদক আহমদ ময়েজ, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক ও গবেষক ফারুখ আহমেদ, কবি ও গবেষক এডভোকেট মুজিবুল হক মনি, অমরাবতির চেয়ারম্যান কলামিস্ট সাংবাদিক শেবুল চৌধুরী, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক আ স ম মাসুম ,কাউন্সিলার রেবেকা সুলতানা ও কাউন্সিলার সাবিনা আক্তার সহ আরো অনেকে।
সভাপতির বক্তব্য প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে এবং সভা শেষে হাসপাতালের রেজিস্ট্রেশন প্রাপ্তিতে শোকরিয়া আদায় করে দোয়া করা হয়।