ল্ন্ডনের এ্যানফিল্ডে ফান্ডরাইজিং ইফতার অনুস্ঠিত।

সোমবার এ্যানফিল্ড হেল্পিং হ্যান্ড গ্লোবাল ফাউন্ডেশন, বাংলাদেশ সেন্টার ল্ন্ডন ও জালালিয়া জামে মসজিদের যৌথ আয়োজনে এ্যানফিল্ডের চার্চ কমিউনিটি হলে চ্যানেল এস এর ফ্যামিলি কমিটমেন্ট RFC জন্য ফান্ডরাইজিং ইফতারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল এ্যানফিল্ডের দানশীল ব্যাক্তিদের স্বস্ফুর্ত উপস্থিতি ছিলো ১৫ হাজার পাউন্ড দিয়ে শিব্বির আহমেদ আরএফসির এ্যাম্বাসেটার হন এবং ২০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি আসে।
চ্যানেল এস এর হেড অফ প্রগ্রাম ফারহান মাসুদ খাঁনের পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন- মাওলানা শাহীন উদ্দিন, অনুস্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, টাওয়ার হ্যামলেট এর সাবেক লেবার লিডার হেলাল আব্বাস, বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল মিয়া, সহ সভাপতি মামুনুর রশীদ, চীফ ট্রেজারার ও হেল্পিং হ্যান্ড গ্লোবাল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শিব্বির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন, সেক্রেটারি জুবায়ের খান সাব্বির, জালালিয়া জামে মসজিদ এ্যানফিল্ডের সাবেক প্রেসিডেন্ট খালেদ আহমেদ , গ্রান্ড রসুই এর ডিরেক্টর সাহেদ আহমেদ, আমিনুল হক ঝিলু , মন্জিল এ্যান্ড কো- এর ডিরেক্টর শাহেদ আহমেদ, কমিউনিটি নেতা জালাল উদ্দিন, জাকার্য়া শহীদ ইন্জিনিয়র সাগর সহ আরো অনেকে।