লাভ ফর এনএইচএসের চেক হস্তান্তর করল চ্যানেল এস
ওয়ার্কিং ফর দ্যা কমিউনিটি’ এই শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা চ্যানেল এস এবার কমিউনিটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কোভিড ১৯ -এ ফিড ফাইভ থাউজেন্ড প্রজেক্টের মাধ্যমে দেশে-বিদেশে অসহায়দের পাশে দাঁড়ানোর সাথে সাথে পাশে এনএইচএস ইংল্যান্ডের।
বৃটেনের জনপ্রিয় অন্যতম টিভি চ্যানেল এস এর পক্ষ থেকে এনএইচএস ট্রাস্টের জন্য সংগৃহীত ১১৫ হাজার ৯৭১ পাউন্ড ১ পেন্সের একটি চেক ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে এনএইচএসের চ্যারিটি বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
রয়েল লন্ডন হাসপাতালের সামনে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরীর জেপি, চীফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের, হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান, প্রডিউসার আহাদ আহম্মেদ, হেড অফ চ্যারিটি হাসান হাফিজুর রহমান পলক, আরএফসি’র এ্যাম্বেসেডর কবি দবিরুল ইসলাম চৌধুরী, বিবিসিসি’র প্রেসিডেন্ট বশির আহমদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, বিবিসিএ’র প্রেসিডেন্ট সেলিম চৌধুরী , সেক্রেটারী জেনারেল তোফাজ্জল হোসেন, গ্লোবাল এইডের চেয়ারপারসন ডা: জিয়া, ম্যানেজার জুনায়েদ আহমেদ, সেফ অন লাইনের কর্নধার এম এ মুনিম সালিক, ইডেন কেয়ার ট্রাস্ট এর ভলেন্টিয়ার আমিনুল, সাংবাদক কে এম আবুতাহের চৌধুরী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
কভিড-১৯ বা করোনাভাইরস মহামারিতে বৃটেনে এনএইচএস সেবা খাতে যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। এনএইচএস এর প্রতি সামান্য সহযোগিতার জন্য বৃটেনে এই প্রথম কোন বিএমই কমিউনিটির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। চ্যানেল এস এর পক্ষে থেকে দুই রাতে এনএইচএস এর জন্য ফান্ড রাইজিং করা হয়। সেই সাথে বেশ কয়েকটি ব্যাবসায়ীক, সামাজিক, চ্যারিটি সংগঠন এমন কি ব্যাক্তিগতভাবেও অনেকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন। সবার আন্তরিক সহযোগিতায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার পাউন্ড সংগৃহিত হয়।
[post_grid id=’820′]