লন্ডন স্পোর্টিফের উদ্দ্যোগে ন্যাশন ওয়াইড টেপবল ক্রিকেট টু্র্নামেন্ট অনুস্ঠিত।মাইটি টাইগার চ্যাম্পিয়ন।
মো: রেজাউল করিম মৃধা
গত ১৮ই আগষ্ট লন্ডন স্পোর্টিফের উদ্দ্যোগে ন্যাশন ওয়াইড টেপবল ক্রিকেট টু্র্নামেন্ট লন্ডনের হেকনি মার্শে ফিল্ডে সারাদিন ব্যাপী এই টুর্নামেন্টে লন্ডনের বিভিন্ন শহর থেকে ১২ টি দল বা ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহন করে।
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাইটি টাইগারর্স।
রানার্স আপ নিউহ্যাম গ্লাডিয়েটরস এবং খেলায় তৃতীয় স্হান অর্জন করে টিম ৩০০।
খেলা শেষে ক্লাব ট্রেজারার মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ক্লাব ভাইস প্রেসিডেন্ট ইসা জাকির, সেক্রেটারী মুহিবুল আলম, ক্লাব ডাইরেক্টর মুহি মিকদাদ, ফরহাদ উদ্দিন, কালিম উদ্দিন এবং নিউহ্যাম গ্লাডিয়েটরস CEO অভি হাসান।
সারাদিন খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের মধ্যে ট্রফি প্রদান করা সহ চ্যাম্পিয়ন দল £১২০০, রানার্স আপ দল £৫০০ ক্যাশ অর্থ দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয়। সেই সাথে টুর্নামেন্টের সেরা বোলার সোহান এবং সেরা ব্যাটসম্যান বিপ্লব এর হাতে ক্রেট্স তুলে দেওয়া হয়।
সুস্থ্য দেহ সুস্থ্য মনের জন্য এবং এই করোনাভাইরাস মহামারির সময়ও খেলাধূলার বিকল্প নেই। আর সেই খেলাধূলা যদি হয় প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় অংশগ্রহন হয়ে উঠে আরো প্রাণবন্ত। বিজয়ী দলের আনন্দ উল্লাস ছিলে মহা আনন্দের।