| |

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল২০২১ এর প্রেস ব্রিফিং অনুস্ঠিত।


গত ১৮ই অক্টোবর, সোমবার বিকাল ৪.০০টায় লন্ডন ক্লাবের অফিসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল২০২১ এর প্রেস ব্রিফিং অনুস্ঠিত হয়।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট এ্যান্ড ফেসিলিটিস সেক্রেটারি মো: রেজাউল করিম মৃধার পরিচালনায় প্রেস ব্রিফিং এ শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের, আইটি সেক্রেটারি সালেহ আহমেদ ।

স্পন্সর দের মধ্য বক্তব্য রাখেন- গ্রামীন লিংক এর ডিরেক্টর আলিফ মিয়া,বার্কিং ফিস বাজার এর ডিরেক্টর হাফিজুর রহমান বাবু এবং লেজেন্ট এক্সপ্রেস এর ডিরেক্টর হাসনাত চৌধুরী।

আগামী ২৪শে অক্টোবর,রবিবার, সকাল ১১.০০টায় মাইল এ্যান্ড ফুটবল পিচ Burdett Road E3 4HL লন্ডন বাংলা প্রেস মিডিয়া কাপ ফুটবল ২০২১অনুস্ঠিত হবে।

এই মিডিয়া ফুটবল কাপ ২০২১ এ লন্ডনের মিডিয়া হাউজ থেকে ৯টি টিম এবং মিডল্যান্স এর মিডিয়া হাউজ থেকে ১টি টিম মোট ১০টি টিম অংশ গ্রহন করতে যাচ্ছে।

যথাক্রমে:-

ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডসবুজ

চ্যানেল এসফেইসবুক ব্লু

সাপ্তাহিক দেশনেভী ব্লু

আই অন টিভিহলুদ

সাপ্তাহিক বাংলা পোস্টসাদা

এলবি ২৪ ———- লাল এবং সাদা সংমিশ্রন

আবাহনীআকাশী রং

সাপ্তাহিক সুরমা এ্যান্ড পত্রিকাশুধু রক্ত লাল

বিলেত টিভিলাল কালার

মিডল্যান্ড বাংলা মিডিয়াব্লু

Media briefing: -এ সকল টিম ম্যানেজার, ক্যাপ্টন , টিমের কর্মকর্তা, সাংবাদিক গন এবং লন্ডন বাংলা প্রেস ক্লাব, ৫০ এ্যাক্টিভ ক্লাবের কর্মকর্তা এবং স্পন্সরদের উপস্থিতে ড্র এর মাধ্যমে টিমের গ্রুপ নির্ধারণ করা হয়।কোন টিমের সাথে কোন টিম প্রথম পর্যায়ে খেলবে এবং কোন নিয়মে খেলা পরিচালিত হবে সব বিস্তারিত ভাবে তুলে বক্তব্য রাখেন- ৫০ এ্যাক্টিভ ক্লাবের সভাপতি দৌলত খান বাবুল এবং সাধারন সম্পাদক আনফর আলি।

সাংবাদিকগন ও অতিথিদের সামনে ১০টি টিম নিয়ে প্রথমে বিগত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স দুই টিমের লটারি হয়ে চ্যানেল এস এ গ্রুপে এবং ওয়ান বাংলা ইউনাইটেডের বি গ্রুপে ভাগ হয়ে পরের টিমগুলি এ গ্রুপে ও বি গ্রুপের মধ্যে ভাগ করে সুন্দর একটি তালিকা করা হয়।

আপনারা জানেন শুধু মাত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বাররাই এই খেলায় অংশ গ্রহন করতে পারবেন। এই জন্য ক্লাবের মেম্বরদের মধ্যে যিনি ভালো খেলেন তার কদর এখন সবচেয়ে বেশী।শুরু হয়েছে খেলার প্রস্তুতি।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া ফুটবল কাপ ২০২১ ম্যানেজমেন্ট করবে ৫০ এ্যাক্টিভ ক্লাব।তাদের সহযোগিতায় মিডিয়া কাপ সুন্দর ভাবে পরিচালিত হবে বলে আমাদের বিশ্বাস।

সেই সাথে যে সব মিডিয়া হাউজ টিম দিয়েছেন এবং যারা খেলায় অংশ গ্রহন করবেন তাদের প্রতিই কৃতজ্ঞতা। সেই সাথে যারা খেলা দেখতে আসবেন, উৎসাহ দিবেন তাদের জানাচ্ছি অগ্রীম শুভেচ্ছা।

সংক্ষিপ্ত খেলার নিয়ম হচ্ছে।

১/ প্রতিটি টিম প্রথম পরাযায়ে ৪টি খেলা খেলবে।

২/ পয়েন্ট এবং গোলের ব্যাবধানে ৫টি টিম থেকে ২ টিম সেমিফাইনালে যাবে।

৩/ অপর গ্রুপ থেকে একই ভাবে ৫টি টিম থেকে ২টি টিম সেমিফাইনালে যাবে।

৪/ সেমিফাইনালে A গ্রুপের ১ B গ্রুপের ২ এবং B গ্রুপের ১ এর সাথে Aগ্রুপের ২ খেলা হবে।

৫/ দুই গ্রুপের বিজয়ী টিম ফাইনাল খেলবে।

৬/ ফাইনালে যে বেশী গোল করবেন সেই দল হবে চ্যাম্পিয়ন পাবেন ট্র্ফি £৫০০ পাউন্ড ক্যাশ মানি এবং রানার্স আপ পাবে ট্রফি সহ £২৫০ পাউন্ড ক্যাশ মানি।

৭/ প্রথম পর্বের খেলা হবে ১০মিনিট করে।নো ব্রেক।

৮/ সেমিফাইনাল খেলা হবে ২০ মিনিট (১০+১০) এবং ব্রেক।

৯/ ফাইনাল খেলা হবে ২০ মিনিট (১০+১০) +৫ মিনিট্স ব্রেক।

১০/ খেলা নির্দিষ্ট সময়ে গোল না হলে ট্রাইবেরেকারের মাধ্যমে খেলা শেষ হবে।

১১/ ৫ এ সাইট পিচে ৬ জন করে খেলোয়ার প্রতি টিমে খেলতে পারবেন।

১২/ প্রায় এক কালারের জার্সি হলেও ক্লাবের পক্ষ থেকে ভিন্নতার ব্যাবস্থা আছে।

১৩/ সেরা খেলোয়ার এবং সর্বোচ্চ গোল দাতার জন্য রয়েছে। আলাদা আলাদা ট্রফি।

১৪/ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের সকল খেলোয়ার এবং স্পন্সরদের জন্য রয়েছে মেডেল।

১৫/ ডি বক্সের মধ্যে থেকে গোল দিতে পারবেন না।

১৬/ কোন টিমে যদি লন্ডন বাংলা প্রেস ক্লাবের বাইরের খেলোয়ার খেলেন এবং যদি ধরা পরেন তবে পুরো টিম বাতিল হয়ে যাবে।

১৭/ টিক ১২.০০ টায় খেলা শুরু হবে। সকাল ১১.০০টার মধ্যে সব টিম কে মাঠে উপস্থিত থাকতে হবে।

Kick-off at 12:00pm SHARP! Any teams delayed by 5 minutes or more will forfeit the match 1-0.

Any players identified as ineligible will result in team disqualification without appeal

Maximum of 10 players allowed for each team

Roll-on Roll-off substitutions allowed with referees permission

Group games will be 15 minutes straight

Semi-final and Final will be 20 minutes straight

Referees decision will be final!

All teams MUST follow the fixture schedule

Teams MUST be ready to get on immediately after the previous game is finished

Teams MUST get off the field immediately when the game is finished without talking to the referee

ALL players MUST wear shin pads and standard Astro Turf boots. Strictly NO Studs!

আজকের এই মিডিয়া ব্রিফিংএ আসার জন্য অনেক ধন্যবাদ এবং আগামী ২৪ তারিখের লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া ফুটবল কাপ ২০২১ সুস্ঠ এ সুন্দর ভাবে পরিচালনার জন্য আপনাদের সবার সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

ধন্যবাদান্তে

মো: রেজাউল করিম মৃধা

ইভেন্ট এ্যান্ড ফেসেলিটিজ সেক্রেটারি,


Similar Posts