| |

লন্ডন, এসেক্স এবং হার্টফোর্ডশায়ার টিয়ার-৩ ঘোষনা।


মো: রেজাউল করিম মৃধা।

সোমবার ১৪ই ডিসেম্বর ২০২০ প্রেস ব্রিফং এ ব্রিটিশ হেল্থ সেক্রেটারী ম্যাথ হ্যানকক টিয়ার -৩ ঘোষনা দিয়েছেন।

আগামী ১৬ই ডিসেম্বর বুধবার থেকে সমগ্র লন্ডন, এসেক্স এবং হার্টফোর্ডশায়ারে কিছু এলাকাস করোনাভাইরস মেকাবেলায় টিয়ার ৩ কার্যকর হবে।

করোনারোগীর আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা প্রতিদিনই পাল্লা দিয়ে বেড়ে চলছে। করোনা রোগ থেকে রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার থেকেই কার্যকর হচ্ছে এই নতুন বিধিনিষেধ।

১/ পরিবারের সদস্য নয় এমন ৬ জন ঘরের ভিতরে, প্রাইভেট গার্ডেনে, আটডোর ভেন্যুতে মিলিত হতে পারবে না।

২/বাইরের খোলা জায়গায় যেমন পার্কে, সমূদ্র সৈকতে মিলিত হতে পারবেন।

৩/দোকান পাট, জিম, ব্যক্তিগত কেয়ার সার্ভিস, সেলুন খোলা থাকবে।

৪/ তবে বার ,পাব, এবং রেস্টুরেন্ট সার্ভিস বন্ধ থাকবে।

৫/ শুধুমাত্র টেইকওয়ে সার্ভিস দেয়া যাবে।

৬/ খেলাধূলা সমর্থকদের থাকতে নিষেধ করা হয়েছে।

৭/ অভ্যন্তরিন ভেন্যু থিয়েটার বন্ধ থাকবে।

৮/ জনসাধারনকে টিয়ার থ্রি এলাকায় ভ্রমনে না আসতে অনুরোধ করা হয়েছে।

৯/ শুধুমাত্র টেইকওয়ে ও কালেকশন বা ক্লিক এন্ড কালেক্ট  রিটেইল চালু থাকবে।

১০/ নির্মান সাইট এবং উৎপাদন কাজের জায়গা খোলা থাকবে।

১১/ যদি বাবা-মা পৃথক হয়ে বসবাস করেন, সেক্ষত্রে তাদের শিশুরা ঘরের বাইরে গিয়ে বাবা-মার সাথে দেখা করতে পারবে|

১২/ নিত্যপ্রোযোজনীয় দোকান ও সুপার মার্কেট খোলা থাকবে।

১৩/ খ্রিস্টমাস উপলক্ষে শপিংমল খোলা থাকবে।

১৪/ ব্যাংক, পোস্ট অফিস খোলা থাকবে।

১৫/ টায়ার-৩ আওতায়, গ্রেটার লন্ডন, নেস্ট অফ এসেক্স এবং পার্ট অফ হার্টফোর্টশায়ার।

টায়ার-৩ আওতায় প্রায় ৬০টি বারা কাউন্সিল এবং প্রায় ১০.৮ মিলিয়ন মানুষ করোনাভাইরসের সবচেয়ে বড় ঝুকিতে আছেন।

বুধবার থেকে টায়ার-৩ বা তিনটি বিশেষ স্তরের সকল জনসাধারনকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হাওয়ার জন্য বলা হয়েছে।

তবে সরকার সকল মানুষ এবং জনসাধারন সহ সকলকে সরকারি বিধিনিষেধ ও নিয়মনীতি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে। সরকার বলছে,

“বাসায় থাকুন, নিজে সুস্থ্য থাকুন , অপরকে সুস্থ্য থাকতে সহযোগিতা করুন”।

What are tier three (very high) rules?

• You cannot mix indoors, in private gardens or in most outdoor venues, except with your household or bubble

• You can meet in a group of up to six in other outdoor spaces, such as parks, beaches or countryside

• Shops, gyms and personal care services (such as hairdressing) can stay open

• Bars, pubs, cafes and restaurants must stay closed, except for delivery and takeaway

• Sports fans cannot attend events in stadiums

• Indoor entertainment venues – such as theatres, bowling alleys and cinemas – must stay closed

• People are advised not to travel to and from tier three areas


Similar Posts