| | |

রাজনীতিবীদ সিরাজুল আলম (দাদা) এর স্মরণ লন্ডনে সভা অনুস্ঠিত।


গত ১০ই জুলাই ২০২৩ইং বাংগালী জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, স্বাধীকার আন্দোলন ও স্বাধীনতার রূপকার সিরাজুল আলম খান (দাদা) স্মরণে পূর্বলন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হলো সার্বজনীন স্মরণসভা।

দলমত নির্বিশেষে উক্ত স্মরণসভায় উপস্থিত বক্তারা বলেন, সিরাজুল আলম খান (দাদা) স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২ সালে কাজী আরিফ আহমদ ও আবদুর রাজ্জাক সমন্বয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসের জন্ম দেন। ঐতিহাসিক ৬দফা ও ১১দফা আন্দোলনের ধারাবাহিকতায় আয়ুব বিরুধী আন্দোলন, ৭১ এর ২রা মার্চে পতাকা উত্তোলন ও ৩রা মার্চে স্বাধীনতার ইশতেহার পাঠ এবং চুড়ান্ত গণ অভ্যূত্থানের নেপথ্য কারিগর সিরাজু আলম খান (দাদা)র নাম বাংলার ইতিহাস ও বাংগালীর প্রানে চিরজাগরুক হয়ে থাকবে।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিসবাহ জামালের প্রানবন্ত উপস্থাপনায় স্মরনসভাটি পবিত্র কোরান তেলওয়াত, দোয়া, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা এবং জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।
বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহব্বায়ক আবুল কালাম আজাদ, ডাঃ গিয়াসউদ্দিন আহম্মদ, দাদাকে উতসর্গ করে কবিতা পাঠ করেন কবি মজিবুল হক মনি ও আবু জাফর।
সিরাজুল আলম খান (দাদা)র জীবন ও কর্মের উপর প্রদর্শিত হয় একটি প্রামান্যচিত্র।

বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মাননীয় স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী, সর্বজনাব প্রবীন সাংবাদিক গাজীউল হাসান খান, প্রবীন রাজনীতিবিদ গোলাম কিবরিয়া, আবু আহম্মদ খিজির, বাংলাদেশ জাসদ নেতা শামীম আহম্মদ, জাসদ নেতা মতিউর রহমান মতিন, বীর মুক্তিযুদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, ব্যারিস্টার আতাউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, প্রবীন সাংবাদিক আবু তাহের চৌধুরী, বিবিসিসি আই এর সাইদুর রহমান রেনু, সাবেক ছাত্রনেতা সেলিম খান প্রমূখ।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাবেক স্পীকার আহবাব হোসেন, আয়োজকদের মধ্যে নূরুল আমিন, আশরাফ উদ্দিন, উপস্থিত ছিলেন, রহমান জিলানী, ডঃ কামরুল হাসান, মিসেস কিবরিয়া, রুমা জাফর, সাংবাদিক বাতিরুল হক সরদার, সাংবাদিক মাহমুদুর রহমান শানুর, আঃ বাসিত, জাসদ নেতা আঃ রাজ্জাক প্রমূখ।


Similar Posts