| | |

যুদ্ধাপরাধী আজহারের মুক্তির প্রতিবাদে লন্ডনে হ্দয়ে ৭১ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ।


মুক্তিযুদ্ধ কালীন আলবদর কমান্ডার এটিএম আজহারের অন্যায় মুক্তির প্রতিবাদে পূর্ব লন্ডনের শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ব্যতিক্রম ধর্মী এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। বিগত ৮ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত এ অনুষ্ঠান আয়োজন করেন মুক্তিযুদ্ধের অনুসারী কমিউনিটি প্ল্যাটফর্ম হৃদয়ে ৭১। এতে যোগ দেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সহ অনেক বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল – ” মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক বারবার”। অনুষ্ঠানে পরিবেশিত হয় কবিতা, গণসঙ্গীত ও পথনাটক। কবি মুজিবুল হক মনি লিখিত ও পরিচালিত “আবার একাত্তর” নামের এ পথনাটকে অভিনয় করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, শেখ নূরুল ইসলাম, সামসুদ্দিন আহমদ, ফারুক উদ্দিন, মুর্শিদ উদ্দিন, অসীমা দে, অনামিকা মিঠু ও সামসুল সুমেল। নাটকের মাধ্যমে ষ্পষ্ট বার্তা দেয়া হয় যে যুদ্ধাপরাধীদের কোন ভাবেই ক্ষমা করা যাবেনা। প্রতিবাদী করিতা আবৃত্তিতে অন্যান্যদের মধ্যে অংশ নেন কবি সালমা বেগম ও গোলাম রসুল খান। শিল্পী হিরকের নির্দেশনায় পরিবেশিত হয় গণসঙ্গীত। অনুষ্ঠানে ফুটে উঠে বর্তমান বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী তৎপরতা, মুক্তিযুদ্ধের স্মৃতি, যুদ্ধাপরাধীদের গণহত্যা সহ মানবতাবিরোধী কর্মকান্ডের উদাহরন এবং প্রত্যয় ব্যক্ত করা হয় এসব অপতৎপরতা প্রতিহত করার অঙ্গীকার। অনুষ্ঠানের সঞ্চালক ও হৃদয়ে ৭১-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান বলেন, “আমাদের প্রতিবাদ এখানেই শেষ নয়। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ১৯৭১-এর শহীদের রক্ত, বীরাঙ্গনাদের ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। মুক্তিযুদ্ধের স্মৃতি প্রজন্ম প্রজন্মান্তরে প্রতিফলিত হবে।”


Similar Posts