| |

যুক্তরাজ্যে চিকিৎসা থেকে বন্চিত ৮ মিলিয়ন মেন্টাল হেল্থ রুগী।


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ মহামারির করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা কে প্রাধান্য দিতে গিয়ে অন্যান্য রুগীদের সেবা থেকে বন্চিত করা হয়েছে।কভিড-১৯ কারনে ফেইচ টু ফেইচ সেবার সুযোগ না থাকা এবং ভাষাগত সমস্যা হাসপাতালে অন্য রুগীর ভর্তি না নেওয়ায় সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এনএইচএস এর তথ্যমতে যুক্তরাজ্যে ৮ মিলিয়ন মানুষ মানুষিক সমস্যা বা মেন্টাল হেল্থ নিয়ে জীবন যাপন করছেন। কভিড-১৯ কারনে পাচ্ছেন না সুচিকিৎসা। এরমধ্যে রয়েছেন অনেক গর্ভবতী মহিলা। মানুষিক সমস্যা নিয়েই সন্তান জন্ম দান করছেন এর প্রভাব পরছেন নবজাতক সন্তানের উপর। এর প্রভাব দিন দিন বেড়েই চলছে।

কভিড-১৯ এ যুক্তরাজ্যে শতকরা ৬৯% পারসেন্ট মানুষ কোন না কোন ভাবে মেন্টাল হেল্থ প্রবলেমে আছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে- স্বাভাবিক জীবন ব্যাহত , স্ট্রেজ, দু:শ্চিন্তা, অর্থনৈতিক সমস্যা এবং শারীরিক সমস্যা।

অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন যার ফলে পরিবারের সবাই দু:শ্চিতায় এর প্রভাব পরছে পরিবারের অন্যান্যদের মাঝে। অনেক নিকট আত্বীয় অথবা প্রিয়জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন অথবা দীর্ঘদিন অসুস্থ্য এর প্রভাবে মানুষিক সমস্যা হচ্ছে।

এনএইচএস এর তথ্যমতে যুক্তরাজ্যে ৪ জনের মধ্যে ১ জন মানুষিক রুগী বা মেন্টাল হেল্থ সমস্যায় আছেন। এবং ৬ জনের মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ তাকে সুচিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া জরুরী কিন্তু কভিড-১৯ কারনে চিকিৎসা সেবা পাচ্ছেন না।

মেন্টাল হেল্থ এর প্রফেসর বলেন,” কভিড-১৯ করোনাভাইরাস মহামারি আমাদের জীবন কে বড় ধরনের একটি ধাক্কা দিয়েছে। এই ধাক্কায় যার সামাল দেওয়ার ক্ষমতা নেই তিনিই মানুষিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।ফলে এর প্রভাব দিন দিন প্রকট ধারন করছে। এই মেন্টাল হেল্থ রোগীদের সুচিকিৎসার ব্যাবস্থা অত্যান্ত জরুরী,”।


Similar Posts