মেডিক্যাল এবং ডেন্টিস্টদের জন্য এক্সটা সাপোর্ট দিলেও কভিডে-১৯ এ শিক্ষা ব্যাবস্থায় ব্যার্থতা রয়েছে সরকারের।
মো: রেজাউল করিম মৃধা।
মেডিক্যাল এবং ডেন্টিস্ট নিয়ে উচ্চ শিক্ষা করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিতে যাচ্ছে ব্রিটিশ সরকার। এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উলিয়াম বলেন, “
প্রতি বছরই জিসিএসি এবং এ লেভেল পরীক্ষায় এ স্টার সহ ভালো ফলাফল করছে শিক্ষার্থীরা। এর বেশীর ভাগ শিক্ষার্থীই ডাক্তার হতে চায় আবার অনেকে ডেন্টাল ডিপার্টমেন্টেও লেখাপড়া শেষ করে মানুষের সেবা করতে চায়। এদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার,”।
দি ডিপার্টমেন্ট অফ এডুকেশনে এ প্রজেক্ট বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা ভালো ফলাফল করে মেডিক্যাল পরতে আসেন তবে অনেক স্থানে স্থান না পেয়ে হতাশা হয়ে পরেন শিক্ষার্থীরা এডুকেশন সেক্রেটারি গ্যাভিন উলিয়াম আরো বলেন, “এই সকল শিক্ষার্থীর শিক্ষার জন্য আরো সুযোগ সুবিধা দিতে হবে। এমন কি স্কুল থেকেই এই সকল মেধাবী শিক্ষার্থীদের সুযোগ সৃস্টি করে দিতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার,”।
তবে ইনিস্টিডিউট ফর গভার্নমেন্ট এর এক গবেষনায় উঠে এসেছে,” কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারিতে শিক্ষা ক্ষেত্রে অনেক ব্যার্থতা রয়েছে সরকারের।
উদাহরণ সরুপ :-
১/ জিসিএসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর আবার শিক্ষার্থীদের দাবীর মুখে ইউ ট্রান করছে এডুকেশন ডিপার্টমেন্ট।
২/ অন লাইন ক্লাসের ক্ষেত্রে ও রয়েছে অনেক দূর্বলতা।
৩/ কোন কোন স্কুল সরাসরি ফেইচ টু ফেইচ ক্লাস আবার কোন কোন স্কুলে অন লাইন ক্লাস।
৪/ অন লাইন ক্লাসের সাথে অনেক স্টুডেন্ট ঠিকমত অংশ গ্রহন করতে পারে নাই।
৫/ পূর্বের ক্লাসের উপর ভিত্তি করে পরীক্ষার ফলাফল দেওয়া।
৬/ করোনা টেস্ট, মাক্স পরা নিয়ে ছিলো ভিন্নতা।
স্কুল থেকেই শিক্ষা ব্যাবস্থার সুপরিকল্পনা থাকতে হবে। যে সব জায়গায় ঘাটতি বা ব্যার্থতা আছে সে ঘাটতি কাঁটিয়ে উঠার জন্য যথার্থ ব্যাবস্থা গ্রহন করতে হবে। তানাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুফল বয়ে আনবে না।
ইউনিভার্সিটি অফ বাকিংহাম এর প্রফেসর আলান স্মীথার্স বলেন,”নিজেদের ছাত্র/ছাত্রীদের এ স্টার এবং এ গ্রেডে অনেক বেশী নাম্বার দিয়েছেন। ইউনিভার্সিটিতে ভর্তির পর লেখাপড়ায় সমস্যায় পরছেন,”।
দি ইউনিভার্সিটি অফ ইস্ট আনগ্লিয়ার ডিরেক্টর রিকার্ড হারভে বলেন’” করোনাভাইরাস মহামারির সময় কালীন পরীক্ষায় গ্রেটের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এখানে মেধার সঠিক বিচার করা হয়নাই। যার ফলে পরবর্তীতে সমস্যায় পরবে শিক্ষা ব্যাবস্থা’”।
দি ডিপার্টমেন্ট অফ এডুকেশন এর তথ্য অনুযায়ী পূর্বের চেয়ে শতকরা ২০% শিক্ষার্থী মেডিক্যালের জন্য আসন বাড়াতে। সরকার মেডিক্যাল এবং ডেন্টাল এর জন্য সুযোগ সুবিধা প্রদানে কাজ করে যাচ্ছে সরকার।