| | |

মৃধা শো তিন বছর পূর্তি এবং যত অতিথি।


মো: রেজাউল করিম মৃধা।

“মৃধা শো”র

৩য় বছর পূর্তিতে সর্ব প্রথম শুকরিয়া আদায় করছি পরম করুনাময় আল্লাহর কাছে। কৃতিত্বা জানাচ্ছি সকল দর্শকদের যাদের উৎসাহ , অনুপ্রেরনায় আজ এতদূর এসেছি। গভীর ভাবে কৃতক্জ্ঞতা সকল আমন্ত্রীত অতিথিগণ তাদের আন্তরিক সহযোগিতা আমাকে আরো অনুপ্রানিত করেছে।আশাকরি অতিথিদের সহযোগিতা অব্যহত থাকবে। যদি কারো মনে কস্ট দিয়ে থাকি আশা করি ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।

সবচেয়ে বেশী কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক এবং প্রিয় সহকর্মী জাকির হোসেন কয়েস , এমএএইচ অনলাইন টিভির সিইও আব্দুল হামিদ টিপু এবং আমার সহধর্মীনী মোসাম্মদ জিনাত আরা জায়েদ । এই তিন জন এই মৃধা শোর সফলতার দাবীদার।এরা সবাই আমার এবং মৃধা শোর প্রেরনা শক্তি।এছাড়াও আরো অনেকেই সহযোগিতার করছেন তাদের সবাইকে এবং আমন্ত্রিত সকল অতিথিকে ধন্যবাদ এবং বিনয়ের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

মৃধা শো সব সময় ব্যাতিক্রম।

১/ ২০২০ সালের ২০শে জুন থেকে প্রতি শনিবার এমএএইচ লন্ডন টিভি ও লন্ডন বাংলা ভয়েজ পেইজে নিয়মিত প্রগ্রাম করে আসছে। ধারাবাহিক প্রগ্রামের কোন ছন্দপতন ঘটেনি।বরংচ কোন কোন শনিবার দুটি করে প্রগ্রাম করা হয়েছে।

২/ নিয়মিত শনিবারের অনুস্ঠান প্রথম বছর অতিথি মাত্র একবার করে এসেছেন।

৩/ পৃথিবীর বহু দেশ থেকে অতিথিরা অংশ গ্রহন করেছেন।

৪/ প্রতিটি অনুস্ঠান ব্যাতিক্রম ভাবে ভিন্ন সাঝে সাজানো হয়।প্রতিটি অনুস্ঠানই থেকে ভিন্ন ইমেজ থাকে নতুনত্ব।

৫/ কিছু কথা কিছু গান , কিছু কবিতা বা কৌতুক সেই সাথে আমন্ত্রিত অতিথিদের সাফল্যের গল্প । সেই সাথে বাংলাদেশে বিশেষ দিনে বিশেষ অনুস্ঠান আয়োজন করা হয়।

৬/ বাংলাদেশর প্রতিটি জাতীয় দিনকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েই প্রতিটি অনুস্ঠান ।

৭/ বাংলাদেশের শিক্ষা , সাহিত্য ও সাংস্কৃতিক তুলে তুলে ধরা হয়। তুলে ধরা হয় কোথায় আমাদের দূর্বলতা এবং কি করলে আমরা আমাদের সংস্কৃতিকে আরো সম্বৃদ্ধি করতে পারে সেই কথা তুলে ধরার প্রচেস্টা রয়েছে অব্যহত।

১ম বর্ষের আমন্ত্রীত অতিথি গন:-

শত বর্ষ বয়সী দবিরুল চৌধুরী ওবিই থেকে শুরু করে সিলেটের ক্ষুদে গান রাজ তারেক নুর নয়ন সহ এ প্রজন্মের শিল্পী ট্রেসী মন্ডল , আমেরিকার শফিকুল ইসলাম স্বপন, গ্রীস প্রবাসী শিল্পী যাওয়াহির মাহমুদ মুরসালিন,ইতালী প্রবাসী শিল্পী সাব্রিনা মমতাজ মম,বাংলাদেশের বাউল শিল্পী হিরা মোহন তালুকদার, উস্তাদ শামসুদ্দিন সেলিম,পুলিশ শিল্পী শিশির আহমেদ মূকুল, সুফিয়া নাসরিন মিমি, ব্রিটেনের সিনিয়র সাংবাদিক উদয় সংকর দাস।মৃধা শোর প্রথম অতিথি করোনা বিজয়ী সাংবাদিক আব্দুল মুমিন ক্যারল।

বিজয় ফুলের প্রতিষ্ঠাতা কবি শামীম আজাদ।

বিবিসিসিআই এর ফাউন্ডার প্রেসিডন্ট সাহগির বকত ফারুক ,বিশিস্ট সংগীত শিল্পী আলাউর রহমান, সাঈদা চৌধুরী, কাজী কল্পনা, ইমাম হোসেন,দেলোয়ার হোসেন দেলু, এনামুল করিম পাভেল , মডেল সোহেল আহম্মেদ, মোহাম্মদ শরীফ খান, কবি রেজা খান, আবৃত্তিকার নজরুল ইসলাম অকিব,শাহ জান্নাত সুলতানা রুমী হক, সানরাইজ রেডিওর পরিচালক মিছবাহ জামাল,শিল্পী আহমেদ রনী,রাসেল আহমেদ, সুমন শরীফ, সংবাদ পাঠক আফসার উদ্দিন এমবিই, সংবাদ পাঠিকা ববি রায়, ফজলুল বারী বাবু, ডাক্তার মোশারফ হোসেন,লেখক কবি সাহিত্যিক আবু সুফিয়ান,নুরজাহান শিল্পী, সংগঠক আব্দুর রহমান খান সুজা, নিত্য শিল্পী ও শিক্ষিকা চায়না চৌধুরী, শিল্পী রাসেল আহমেদ, নূসরাত আহমেদ।

টাওয়ার হ্যামলেটস স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন,সাংবাদিক সুজাত মনসুর,শিল্পী কল্পনা হামজা, নৃত্য শিল্পী মোহাম্মদ দীপ, রুবেল খান, উপস্থাপিকা মন্জুয়ারা মনি, ইন্ডিয়ান শিল্পী কিংশুক দাস, মুক্তিযাদ্ধা আবুল কাসেম, আবৃত্তিকার ও সংবাদ পাঠক মনিরা পারভিন, কবি মিল্টন রহমান, শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরী ,মুক্তিযাদ্ধা আজহারুল আলিম কাশেম, সংবাদ পাঠক শহিদুল ইসলাম সাগর, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, সাংস্কৃতিক কর্মী স্মৃতি আজাদ।ক্যানারী ওয়ার্ফের কমিউনিটি ডিরেক্টর জাকির খান, ক্রিকেটার শহিদুল আলম রতন , শিক্ষক সিরাজুল হাসিদ চৌধুরী, একাউন্টেন্ট শওকত চৌধুরী, ডা: এবাদুর রহমান জিপি, প্রভাত ফেরি উৎযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ এ রউফ, সদস্য সচিব জুয়েল রাজ।

বিবিসিসিআই এর প্রেসিডন্ট বশির আহমেদ, বাংলাদেশের শিল্পী পরিতোষ মন্ডল, মাওলানা আব্দুল কুদ্দুস , ক্বারী আব্দুল মুহিত, ব্যাবসায়ী জুবায়ের লস্কর,ইসলামী সংগীত শিল্পী রায়হান চৌধুরী ,লন্ডন টাইগারর্স এর সিইও মেজবাহ আহমেদ, বাংলাদেশের সাংবাদিক মাহমুদুল হাসান শামীম,সুনামগন্জের শিল্পী শামসুদ্দিন সেলিম, ঢাকার শিল্পী স্বপন রেজা, কমিউনিটি এ্যার্টিভিস্ট আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক রোম্মান বকত চৌধুরী, সাবেক মেয়র গোলাম মোর্তুজা, কালেকটিভ এর চেয়ার শাহনুর খান, কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম, ছড়াকার দিলু নাসের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেলাল আহমেদ, শিল্পী জয় বিনাক, সাংবাদিক লেখক ইমরান আহমেদ চৌধুরী ইএমই, মুক্তিযুদ্ধের সংগঠক ফেরদৌসি রহমান, ইতালী আওয়ামীলীগের প্রতিস্ঠাতা সভাপতি মাহতাব হোসেন,আওয়ামীলীগ নেতা আফসার খান সাদেক।

ইউকে আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, ইউকে বিএনপির সভাপতি এম এ মালেক, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোজাম্মেল হক, ইউনিভার্সিটি শিক্ষক ড: হাসনাত হুসাইন এমবিই। ফ্রান্স থেকে মুক্তিযাদ্ধা মোহাম্মদ আলী, আমেরিকা থেকে মুক্তিযাদ্ধা গাজী মশিউর রহমান, জাপান থেকে সুমিত্র রডুয়া এবং নাজনীন সুলতানা মনি, ব্যারিস্টার এম এ ছালাম, ব্যারিস্টার মনিরুল ইসলাম মন্জু, বাংলাদেশের শিল্পী নাহিদ চৌধুরী প্রিতম, ইতালীর কবি খলিলুর রহমান, কবি ইকবাল মোহাম্মদ, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ , কমিউনিটি অ্যাক্টিভিস্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মাইল এ্যান্ড এবং লাইম হাউস ওয়ার্ডের লেবার পার্টির চেয়ার লিলু আহমেদ তালুকদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট কবির হুসাইন, কাউন্সিলার শাহ সুহেল আমিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ডা: মনোয়ার হোসেন, মাওলানা আব্দুল কাদির সালেহ।

বিশিস্ট ইসলামী চিন্তাবিদ, টিভি ওয়ানের ডিরেক্টর শেইখ আব্দুর রহমান মাদানী বিপিএইচ, নাশিদ শিল্পী কারী আব্দুল সালাম, আল কোরআন একাডেমির চেয়ার হাফিজ মনির উদ্দিন আহমেদ, সাংবাদিক মোহাম্মদ কাউসার, সাংবাদিক মাসুদুজ্জামান মাসুদ, এমএএইচ লন্ডন টিভির সিইও আব্দুল হামিদ টিপু , শিল্পী সাইদা ইসরাত নাসরিন কুইন,দর্পন সম্পাদক সাংবাদিক রহমত আলি, ৫২ বাংলা টিভির সম্পাদক আনোয়ার ইসলাম অভি, সাংবাদিক এডিটর২৪ সম্পাদক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক জাহান্গীর আলম শিকদার।

বিসিএ এর প্রেসিডন্ট এম এ মুনিম বিসিএ সাবেক জেনারেল সেক্রেটারি অলি খান এমবিই, সাপ্তাহিক সুরমার সম্পাদক সাংবাদিক শামসুল আলম লিটন, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সায়েম চৌধুরী , বাংলাদেশের তরুন শিল্পী মো: সাজ্জাত কবির সাজ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, ইউকে বিএনপির উপদেস্টা আব্দুল হামিদ চৌধুরী , দি হিউম্যানটেরিয়ান এ্যান্ড সেইভিং লাইফস এর চেয়ার আশিকুর রহমান, আইল্যান্ড নেটওয়ার্ক এর চেয়ার মাইয়ুম তালুকদার ,নায়িকা এবং মডেল কন্যা দিলরুবা ইয়াসমিন রুহি,শিশু শিল্পী নিঝুম দে, ফ্রান্স আওয়ামীলীগ এর সভাপতি এম এ কাশেম, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, বিবিসিএ এর ফাউন্ডার প্রেসিডন্ট ইয়াফর আলি এবং সেক্রেটারি জেনারেল তোফাজ্জল মিয়া।

দ্বিতীয় বর্ষের অতিথি গনরা হলেন।

সাংবাদিক আ স ম মাসুম, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, সাংবাদিক জুয়েল রাজ, ব্যারিস্টার তারেক চৌধুরী,ব্যাবসায় ওয়াজিদ হাসান সেলিম BEM, শিল্পী সাজ্জ্বাত মিয়া , কমিউনিটি এ্যাক্টিভিস্ট শেখ দবির, সাংবাদিক কলানিস্ট সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন MBE, ব্যারিস্টার এবং কাউন্সিলার খালেদ সাইফুল্লাহ,ইউরো এশিয়া কারি এওয়ার্ড ফাউন্ডার শরীফ খান, BBCA জয়েন্ট সেক্রেটারি শাহীদুর রহমান, বাংলাদেশ থেকে শিল্পী তসলিম, আমেরিকার শিল্পী শফিকুল ইসলাম স্বপন, বাংলাদেশের শিল্পী পুলিশ অফিসার শিশির আহমেদ মুকুল, BBCA প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি শাহনুর খান, লেখক ব্যাবসায়ী আবুল কালাম আজাদ ছোটন, BBCA জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া,বাংলাদেশের শিল্পী ত্রীবেনী পান্না।

যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, সহ সভাপতি হরমুজ আলি, এ লেভেলের এক্সিলেন্ট শিক্ষার্থী সৈয়দ শাফি, তাহমিদ চৌধুরী, অর্পিতা চৌধুরী, সৈয়দা তাহসিন, ব্যারিস্টার বিপ্লব পুদ্দার, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, গ্রীনিজ বুক বিজয়ী তবলা বিশরদ পন্ডিত সুদর্শন দাস, জিসিএসি কৃতি শিক্ষার্থী ট্রেসী মন্ডল, তাসনিম নাসিবা উদ্দিন, মিসকাত আহমেদ জুবায়ের, অনিসা মাজেদা ভূইয়া, বাংলাদেশের শিল্পী মোঃ সাইমন খান।

লন্ডন ট্রেনিং এর ডিরেক্টর আব্দুল হক হাবীব, হ্যামলেটস ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর জামাল আহমেদ, ব্রিটিশ বাংলাদেশী মিনিক্যাব ড্রাইভার এসোসিয়েসনের আহ্বায়ক কাজী বাবর উদ্দিন আহমেদ, জেনারেল সেক্রেটারি মোঃ আবুল কালাম, ক্রিকেটার জুনায়েদ আহমেদ, বিবিসিসি এর প্রেসিডেন্ট সৈয়দ আবু সাঈদ আহমেদ, লন্ডনের সংগীত শিল্পী নাজমুন্নাহার খান তন্নী,বাংলাদেশের শিল্পী মামুন চৌধুরী,বাংলাদেশের শিল্পী সাইমন।

ব্যারিস্টার নাজির আহমেদ, আসপাইয়ার পাটির চেয়ার সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, মানিকগন্জের শিল্পী স্বপন আহমেদ, ইতালীয়ান এম্বাসির কমিতাস এর নির্বাচত সদস্য গোলাম মাওলা টিপু,ইসলামী সংগীত শিল্পী ওমর ফারুক।

ইতালী আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক গোলাম মোহাম্মদ কিবরিয়া, কে এম লোকমান হোসেন, মোহাম্মদ আবু সাঈদ, যুগলবন্ধি কাউন্সিলার সাঈদা চৌধুরী ও শিক্ষক সিরাজুল বাসিদ চৌধুরী, কবি লেখক মিল্টন রহমান, বিজয়ফুল উজ্জাপক সিন্থিয়া আশরাফ, মুক্তিযাদ্ধা লোকমান হোসেন, কবি শেখ শামসুল ইসলাম।

সিনিয়র নিউজ প্রেসেন্টার সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন MBE, কমিউনিটি একিটিভিস্ট রীনা মোশারফ, মুক্তিযাদ্ধা সন্তান, আকবর হোসেন, মুক্তিযাদ্ধা সন্তান বাবুল হোসেন, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডঃ জাকিয়া রেজুয়ানা আনোয়ার।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক তাইসির মাহমুদ, কমিউনিটি একটিভিস্ট টিভি প্রেজেন্টার মুন কুরাইশী, বাংলাদেশের শিল্পী কৃতি রন্জন রায়, প্রপার্টি বিসনেস ম্যান সৈয়দ মমিন, ব্যারিস্টার রুম্মান আহমেদ, লেখক সাংবাদিক আব্দুল মনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আনোয়ার শাহজাহান।

প্রভাত ফেরীর আহ্বায়ক মোহাম্মদ এ রউফ, ছড়াকার দিলু নাসের, বাংলাদেশ ওয়েল ফেয়ারের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, প্রফেসর মাসুদ আহমেদ, মাওলানা নাসির উদ্দিন, মুক্তিযাদ্ধা ফয়জুর রহমান খান, মুক্তিযাদ্ধা আজহারুল আলিম কাশেম, বার্মিংহ্যাম মুক্তিযাদ্ধা মোঃ আব্দুল হামিদ, সাবেক সচিব জেলা প্রশাসক মিজানুর রহমান, বিয়ানী বাজার ক্যান্সার হাসপাতালের সিইও সাবউদ্দিন আহমেদ, আবৃত্তি সংগঠক মনিরা পারভিন, আবৃত্তিকার সংগীত শিল্পী শতরুপা।

বায়তুল আমান মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক,আল কোরয়ান একাডেমির প্রতিস্ঠাতা চেয়ারম্যান হাফিজ মাওলানা মনির উদ্দিন, শিল্পী কাজী কল্পনা, সত্যানীর সম্পাদক সাংবাদিক সৈয়দ আনাস পাশা, যুক্তরাজ্য আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বার্কিং এ্যান্ড ডেগেনহ্যাম এর মেয়র ফারুক চৌধুরী, ক্যামডেন এর মেয়র নাসিম আলি OBE, শিল্পী দেলোয়ার হোসেন হিরা, নৃত্য শিল্পী মোহাম্মদ দীপ, বাংলাদেশের শিল্পী সিদ্দিকুর রহমান, বিসিএ এর প্রেসিডেন্ট এম এ মুনিম OBE. মাওলানা খতিব ইসলামী চিন্তাবিদ আব্দুল কাদির সালেহ, চার্টার্ড একাউন্টেন্ট মুহিদ উদ্দিন এবং বাংলাদেশের স্বনামধন্য শিল্পী মহুয়া লিপি।

তৃতীয় বর্ষের অতিথি গন।

শফি আহমেদ টাওয়ার হ্যামলেট্স কাউন্সিল-শফি আহমেদ, ইতালীর সংগীত শিল্পী সাব্রিনা মমতাজ মম,

সাংবাদিক-আনোয়ারুল ইসলাম অভি, রাজনীতিবিদ-

সারোয়ার হোসেন, স্টেপনী শাহজালাল মসজিদের খতিব- মাওলানা তাজুল ইসলাম, বিসিএ জেনারেল সেক্রেটারি -মিঠু চৌধুরী, বিবিসিএ এর জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া, সাবেক কাউন্সিলার- আয়েশা চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট -হাফসা ইসলাম ,বিবিসিসিআই এর উপদেস্টা-সাহগির বকত ফারুক, আইনজীবি সলিসিটর-এম কিউ হাসান।বিসিএ এর সাবেক প্রেসিডেন্ট-পাশা খন্দকার, – বিবিসিসিআই এর প্রেসিডেন্ট-সাইদুর রহমান জেপি।

রাজন উদ্দিন জালাল- কমিউনিটি এক্টিভিস্ট, আনসার আহমেদ উল্লাহ- সাংবাদিক এ্যান্ড কমিউনিটি এক্টিভিস্ট, ডঃ সায়েমা আহমেদ,কাউন্সিলার, কে এম আবু তাহের চৌধুরী- সাংবদিক, লেখক,কমিউনিটি এক্টিভিস্ট, মকিস মুনসুর- সাংবাদিক রাজনৈতিক নেতা, মোঃ দেলোয়ার হোসেন- কমিউনিটি এক্টিভিস্ট, সৈয়দ সাজিদুর রহমান ফারুক- জেনারেল সেক্রেটারি ইউকে আওয়ামীলীগ, নইমুদ্দিন রিয়াজ- যুগ্ন সাধারন সম্পাদক ইউকে আওয়ামীলীগ, শামসাদুর রহমান রাহিন- যুগ্ন সাধারন সম্পাদক যুবলীগ, ব্যারিস্টার মওদুদ আহমেদ- আইনজীবি, আব্দুল হামিদ- রাজনীতিবিদ, ময়নুর রহমান বাবুল- সভাপতি বিশ্ব সাহিত্য কেন্দ্র লন্ডন, এ কে এম আব্দুল্লাহ- সাধারন সম্পাদক , আনোয়ার শাহজাহান- সাংবাদিক , সংগঠক, আহরার আরিব- ছাত্র, আমল রানা- ছাত্রী, অনন্যা ইসলাম- ছাত্রী, মোঃ আলিব ভূঁইয়া- ছাত্র।

কে এম লোকমান হোসেন- রাজনীতিবিদ ,সাবেক সভাপতি বাংলাদেশ সমিতি রোম, গোলাম মওলা টিপু- রাজনীতিবিদ, আলি আকবর খোকন- কমিউনিটি এক্টিভস্ট, ডঃ জাকির খান- প্রেসিডেন্ট লন্ডন স্পোর্টিং ক্লাব, সালেহ আহমেদ- ট্রেজারার লন্ডন বাংলা প্রেস ক্লাব, আনফর আলি- সেক্রেটারি ৫০ এক্টিভ ক্লাব, মুফতি সালেহ আহমেদ- প্রেজেন্টাপ ইকরা বাংলা টিভি,ডঃ প্রভেসর হাসনাত হোসেন এমবিই- শিক্ষক, অলি খান ওবিই- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিসিএ, মোঃ কারুজ্জামান জুয়েল- কমিউনিটি এক্টিভিস্ট, কাজী মাওলানা নাসির উদ্দিন- ইসলামী স্কলার, আলাউর রহমান- সংগীত শিল্পী, কাউন্সিলার আয়াস মিয়া- একাউন্টেন্ট, ডাঃ এম এ আজিজ – চিকিৎসক , সাবুদ্দিন আহমেদ- সিইও বিয়ানী বাজার ক্যান্সার এ্যান্ড জেনারেল হাসপাতাল, খাদিজা নাসিম- কমিউনিটি এক্টিভিস্ট, সামী সানাউল্লাহ- ব্যাবসায়ী।

বশির আহমেদ- সাবেক প্রেসিডেন্ট বিবিসিসিআই, মুফতি মুকিত চৌধুরী, মর্গেজ এডভইজার-মোস্তাফিজুর রহমান,একাউন্টেন্ড-মুহিদ চৌধুরী, জার্মান থেকে সাংবাদিক- খান লিটন, সংগীত শিল্পী- তানিমা তাসনিম রানু, সাংবাদিক , কবি মিল্টন রহমান, কাউন্সিলার সায়মা আহমেদ, মুক্তিযোদ্ধা- প্রফেসর মেফতা ইসলাম, মুক্তিযোদ্ধা- ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাংবাদিক আকবর হোসেন, যুবলীগ নেতা- জামাল আহমেদ খান, এনআরবি ডে সমাজ কর্মী- আশিকুর রহমান, সংবাদিক রহমত আলি, যাদুকর- মানিকুর গণি, যাদুকর আরশাদ আলি (আমিন),ব্যারিস্টার শাহ মিজবাহউর রহমান।

বাংলাদেশী ইতালী ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাবেক সভাপতি-আব্দুল হালিম, ইতালী বাংলাদেশী ফযামিলি ওয়েলফেয়ার এসোসিয়েশন টাওয়ার হ্যামলেট্স এর সভাপতি-জাকির হোসেন জাহাংগির, আমেরিকা থেকে সাংবাদিক-জুয়েল সাদাত, আইনজীবি ব্যারিস্টার- লুৎফর রহমান,কমিউনিটি নেতা- মজিবুল হক মনি, মর্গেজ এ্যাডভাইজার- মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা- লোকমান হোসেন, যুবলীগ নেতা জামাল খান, টিভি প্রেজেন্টার- উর্মী মাজহার, টিভি প্রেজেন্টার- বুলবুল হাসান, কমিউনিটি নেতা- নুরুল ইসলাম,বিএনপি নেতা- তাজুল ইসলাম,অল ইউরোপিয়ান বাংলাদেশী এসোসিয়েশন ইউকের সভাপতি- মামুনুর রশীদ, আই অন টিভির হেড অফ ইভেন্টস মিতা শামীম, আইনজীবি ব্যারিস্টার- শাহ মেজবাহউর রহমান, আইনজীবি ব্যারিস্টার- মন্জুরুল ইসলাম।

একাউন্টেন্ড মাহবুব মোর্শেদ, সংগঠক- সরদার মুকুল, মাওলানা কাজী নাসির উদ্দিন, স্টেপনী শাহজালাল মসজিদের খতিব- মাওলানা তাজুল ইসলাম, বায়তুল আমান মসজিদের খতিব- মাওলানা আব্দুল মালিক,ইকরা বাংলা টিভির প্রেজেন্টার- মুফতি সালেহ আহমেদ, মার্কাজ উলুম লন্ডন এর প্রিন্সিপাল- ডঃ সোয়াব আহমেদ, আল কোরআন একাডেমী লন্ডন এর চেয়ারম্যান- হাফিজ মাওলানা মুনির উদ্দিন আহমেদ, কাউন্সিলার পদপ্রাথী শাখাওয়াত হোসেন, কাউন্সলার পদপ্রাথী মোঃ আবু তাহের এমবিই, কাউন্সিলার পদপ্রাথী আকরামুল হক।

কমিউনিটি নেতা মরহুম আলতাব আলীর রুমমেড- শেখ দবির, সাবেক কাউন্সলার সোনাহর আলি, হোম অফিসের বিরুদ্ধে বিজয়ী শেফ- সাইফুল ইসলাম, বিবিসিআই এর প্রেসিডেন্ট- সাইদুর রহমান রানু জেপি, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট- বশির আহমেদ,হোমলযান্ড লাইফ ইন্সুরেন্সের ডিরেক্টর ব্যাবসায়ী- আব্দুর রাজ্জাক, ব্যাবসায়ী প্রবীণ কমিউনিটি নেতা মোহাম্মদ জামাল উদ্দিন মোকাদ্দস, ল্ন্ডনের সালিস বারী কাউন্সিলের মেয়র- কাউন্সিলার আতিকুল হক, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার-কাউন্সিলার রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার- কাউন্সিলার জাহেদ চৌধুরী, এম কিউ হাসান সলিসিটর্সের প্রিন্সিপাল এম কিউ হাসান।লাব্বায়ের ট্রাভেল্সের ম্যানেজিং ডিরেক্টর হিফজুর রহমান, চ্যানেল এস এর প্রেজন্টার ও আইজল্থ দীন সেন্টারের খতিব ইমাম আবু সাঈদ আনসারী।

এই দীর্ঘ পথচলায় যারা সহযোগিতা করছেন সবার কাছে কৃতজ্ঞতা।আপনাদের সকলের সহযোগিতায় মৃধা শো সামনে এগিয়ে যাবে বহু দূর।


Similar Posts