মিডিয়া কাপ ২০২৩ লটারি সম্পন্ন।

এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল প্রেস ব্রিফিং লটারির মাধ্যমে টীম নির্ধারণ।
গত ১৯শে সেপ্টেম্বর মংগলবার লন্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে এলবিপিসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর প্রেস ব্রিফিং অনুস্ঠিত হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে চীফ কো- অর্ডিনেটর ডঃ জাকির খান এর পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডন টাইগার্স এর ম্যানেজিং ডিরেক্টর মেজবাহ আহমেদ এমবিই, কো- অর্ডিনেটর মোঃ রেজাউল করিম মৃধা, ট্রেডারার সালেহ আহমেদ ও টাইটেল স্পন্সর ড্রীম ব্যানকুইট হলের স্বত্ত্বধীকারি তোফাজ্জল আলম।
৮টি টীম
1/ Mohammedan
2/Bangladesh Protidin
3/ Bangla Post & Uk Bangla Live
4/ Channel S
5/ LB 24
6/ One bangla friend united
7/ Bangla Kagoj, Birmingham
8/ Weekly Desh
এর প্রতিনিধি, টীম স্পন্সর প্রতিনিধি সহ লন্ডন বাংলা প্রেস ক্লাবের মেম্বারা উপস্থিতে লটারীর মাধ্যমে টীম গ্রুপ এ ১/ বাংলা পোস্ট এ্যান্ড ইউকে বাংলা লাইফ,২/ সাপ্তাহিক দেশ,৩/ এলবি ২৪ এবং বাংলাদেশ প্রিতিদিন।
গ্রুপ বি
১/ চ্যানেল এস ২/ বাংলা কাগজ বার্মিংহ্যাম ৩/ মোহাম্মেডান ও ৪/ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।
টীম স্পন্সর হলেন, ১/ এন সি এল ২/ ভ্যান্টাজ ৩/ লন্ডন কলেজ অফ টেকনোলজি, ৪/ হুয়াইট টাউন লন্ড্রি ৫/ প্রাইড অফ এশিয়া ৬/ ইম্প্রেশন ইভেন্ট ভেনু।
টাইটেল স্পন্সর ওয়ার্ক পার্মিট ক্লাউড ও ড্রীম ব্যান্কুইটিং হল।
টুর্নামেন্ট পরিচালনায় থাকবেন লন্ডন টাইগার্স।
লন্ডন টাইগার্স এর সিইও মেজবাহ আহমেদ এমবিই লটারী পরিচালনা করেন। সকলের উপস্থিতিতে স্বতুস্ফূর্ত আনন্দের মধ্য দিয়ে লটারী মাধ্যমে প্রথম রাউন্ডের খেলা চার্ট তৈরী করা হয়। সেই সাথে খেলা কে প্রাণবন্ত করতে অনেক নিয়মে সহজ করা হয়।যার ফলে সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে আনন্দ উপভোগ করবে।
আগামী ৮ই অক্টোবর ইস্ট ল্ন্ডনের মাইল এ্যান্ড স্টেডিয়ামের পিচে সকাল ১১টা থেকে খেলা শুরু হবে। সকল মেম্বার ও তার পরিবার এবং বন্ধুবান্ধবদের খেলা দেখার আমন্ত্রণ জানানো হয়।