| |

ভ্যাকসিন কি শুধু ধনী দেশের জন্য ? গরীব দেশ গুলিও ভ্যাকসিন পাওয়ার অধিকার নেই?


মো: রেজাউল করিম মৃধা।

কভিড-১৯ ভ্যাকসিন শুধু মাত্র ১০ টি ধনী দেশ শতকরা ৯৫% পার্সেন্ট দক্ষল করে আছে। বাকী শতকরা ৫% পার্সেন্ট গরীব দেশ গুলির জন্য এটা সবচেয়ে চরম বৈশম্য বলে উল্লেখ করেছে (WHO). করোনাভাইরস মহামারি থেকে রক্ষা পেতে বা রোগপ্রতিরোধ করে বেঁচে থাকার অধিকার শুধুই কি ধনী দেশের নাগরিকদের? গরীব দেশ গুলির নাগরিকদের কি সেই অধিকার নেই?

জি-৭ এর সম্মেলনে শক্রবার বিশ্ব নেতারা একমত হয়েছেন শুধু ধনী দেশ নয় গরীব দেশ গুলিও করোনার ভ্যাকসিন পাবেন। করোনাভাইরস মহামারি প্রতিরোধক ভ্যাকসিন সবার সমান অধিকার এখানে ধনী গরীবের মধ্য বৈশম্য হওয়া উচিত নয়।

দি ওয়ারল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) চীফ ওকুন্জু লওয়েল বলেন,”এ পর্যন্ত ১.৩ বিলিয়নের বেশী ভ্যাকসিন ডোজ ধনী দেশ গুলিতে নিয়েছে। শুধু ধনীদেশে গুলি ভ্যাকসিন পাবে তাদের জনগন সুস্থ্য ভাবে বেঁচে থাকার অধিকার আছে এটা ঠিক নয়।ধনী গরীব সবারই বেঁচে থাকার অধিকার আছে এবং ভ্যাকসিন পাওয়ার ও অধিকার আছে। ধনী দেশ গুলিকেই বুঝতে হবে জীবন সবার সমান কি ধনী কি গরীব। তবে করোনার ভ্যাকসিনের ক্ষত্রে এই বৈশম্য কেন?

দি ইন্টারন্যাশনাল চ্যাম্বার অফ কমার্স (ICC) থেকে বলা হয়েছে বর্তমান গ্লোবাল ইকোনোমিক এর যুগে সবাই সমান ভাবে করেনা প্রতিরোধক ভ্যাকসিন পাবেন। সবাই গ্লোবাল অর্থনৈতিকে সমান ভূমিকা পালন করবে।

বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৩৫ লাখের ও বেশী ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। কিন্তু ১০টি ধনী দেশেই শতকরা ৯৫% ভাগ তাদের অধীনে।

যেমন:-

ইউকে – ৪৫৭ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ,

আমেরিকা – ১.২ বিলিয়ন ডোজ,

ক্যানাডা – ৩৩৮ মিলিয়ন ডোজ,

অস্ট্রেলিয়া – ১২৪ মিলিয়ন ডোজ,

ইউরোপীয় ইউনিয়ন- ১.৮ বিলিয়ন ডোজ ,

ব্রাজিল – ২৩২ মিলিয়ন ডোজ,

ইন্দোনেশিয়া – ১৯০ মিলিয়ন ডোজ,

ইন্ডিয়া – ১১৬ মিলিয়ন ডোজ,

আফ্রিকান ইউনিয়ন- ৬৭২ মিলিয়ন ডোজ এবং

সৌদি আরব -৩ মিলিয়ন ডোজ ভ্যাকসিন ।

জি-৭ সম্মেলন থেকে বিলিয়ন বিলিয়ন ডোজ কোভাক্স ভ্যাকসিন সব দেশের জন্য সমান সুযোগ দেওয়ার জোড়ালো প্রস্তাব এসেছে। শুধু ধনী দেশ নয় দরিদ্র বা গরীব দেশ গুলিও যাতে সমান ভাবে ভ্যাকসিন পায় সে জন্য ধনী দেশ গুলিকেই এগিয়ে আসতে হবে।


Similar Posts