“ভিডিও অন লাইন” ব্যাবহারে ৭টি নিয়ম নেমে চলা অতি জরুরী।
মো: রেজাউল করিম মৃধা ।
সময়ের সাথে সব কিছু বদলায়।যুগের সাথে তাল মিলিয়েই আমাদের চলতে হয়। আর যখনি আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে ব্যার্থ হবেন। তখন আপনি নিজেই পরে যাবেন সমাজ বা সবার পিছনে। হয়ে যাবেন ব্যাকডেটের বা মূর্খ।
শিক্ষার কোন শেষ নেই। প্রতিদিনই আমরা শিখছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মূহুর্তেই শিখতে হচ্ছে এবং হবে প্রতিটি মানুষের। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষাকেই বলা হয় আধুনিক শিক্ষা। আপনি অনেক বড় উচ্চ শিক্ষিত হতে পারেন। থাকতে পারে ভুঁড়ি ভুঁড়ি সার্টিফিকেট কিন্তু বর্তমান যুগে এসে যদি অন লাইন না শিখেন তবে আপনার সেই শিক্ষা কতটুকু কাজে আসবে আপনিই বলুন?
এখন অন লাইনের যুগ।অন লাইন ছাড়া পৃথিবী অনেকটাই অচল।উন্নত দেশের কথা বাদই দিলাম প্রতিটি দেশেই ডিজিটাল যুগ বা অন লাইন যুগ চলছে । এর বাইরে আমরা কেই নেই। যুগের সাথে তাল মিলিয়েই চলতে আমাদের অভ্যস্ত হতে হবে।
উন্নত দেশ গুলিতে এখন অন লাইনেই সব কিছু করতে হয় এমন কি এই করোনাভাইরস মহামারিতে উন্নত দেশের অনেক অফিসের কাজ ঘরে বসে অন লাইনে করতে হচ্ছে। ব্যাংক থেকে কাউন্সিল অফিসের যাবতীয় কাজ আর লাইন ধরে দাঁড়িয়ে থেকে করার দিন শেষের পথে। ঘরে বসেই এ কাজ গুলি আপনাকে করতে হবে। তাই অনেকটা বাধ্য হয়েই আপনাকে শিখতে হচ্ছে।
বিশেষ করে করোনাভাইরস মহামারি বা কভিড-১৯ আমাদের ঘরে বন্ধি করে অন লাইনে কাজ করতে অনেকটা বাধ্য করা হয়েছে। জানি না আবার কবে সব স্বাভাবিক হবে?
ভিডিও অন লাইন দিনের পর দিন এর ব্যাবহার যেমন বেড়েছ । তেমনি বেড়েছ এর গুরুত্ব । এই গুরুত্ব পূর্ন জিনিসের ব্যাবহারের ক্ষেত্রে আমরা কতটুকু গুরুত্ব দিচ্ছি?
প্রতিটি জিনিষের ব্যাবহারের কিছু সুফল বা কুফল তো অবশ্যই আছে। সে বিষয় না গেলাম । শুধু ব্যাবহারের
৭ টি গুরুত্ব পূর্ন বিষয় জেনে নেই।প্রতিটি নতুন কিছু এলে তার ব্যাবহার পদ্ধতি শুধুই ব্যাবহার পদ্ধতি নয় আমরা শিখবো ভালো ব্যাবহার পদ্ধতি।
ভিডিও অন লাইনের ৭ টি পদ্ধতি আমাদের সবার ফলো করা উচিত। এই নিয়ম বা পদ্ধতি যথা যথো ব্যাবহার করলে আপনি যেমন উপকৃত হবেন তেমনি যারা দেখবেন তারা আনন্দিত হবেন। আনন্দ পাবেন। পুরো অুনষ্ঠানটি বা অন লাইল আড্ডাটি হয়ে উঠবে মধুময়।
যেহেতু সরাসরি মিলামিশা করে বড় ধরনের অনুস্ঠান বা প্রগ্রাম করা সম্ভব নয় সেই হেতু অন লাইন বা কোন কোন ক্ষেত্রে ভিডিও অল নাইন হচ্ছে একমাত্র উপায়। এখন এই ভিডিও অন লাইনে মিটিং, আলোচনা, দোওয়া মাহফিল, মৃত্যু সংবাদ , এমন কি রাজনৈতিক বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলিও ভিডিও অন লাইন মিটিং এ গ্রহন করা হয়। তাই বর্তমানে ভিডিও অন লাইনের গুরুত্ব সব চেয়ে গুরুপূর্ন।
আসুন জেনে নেই পদ্ধতি বা নিয়ম গুলি:-
১/ টেস্ট ইউর টেকনোলজি :- প্রথমেই আপনার ফোন, লেপটপ বা কম্পিউটার পরীক্ষা করে নিতে হবে । যাতে সাউন্ড, হেড ফোন, মাইক্রোফোন, ক্যামেরা ঠিক আছে কিনা ?
২/ অ্যালিনিনিট নয়েজ:- আপনি যেখানে বসে ভিডিও অন লাইনে যোগ দিবেন সেখানে অন্য কোন শব্দ আছে কি না ? পিছনের শব্দ গুলি অনুস্ঠান কে বাঁধা গ্রস্থ করে।
৩/ মিউট ইউর মাইক্রোফোন:- আপনার মাক্রোফোন মিউট করে রাখতে হবে। শুধু যখন আপনি কথা বলবেন তখন আন মিউট করবেন। কানা হলে প্রগ্রাম জুরে শুধু শব্দই হতে থাকবে।
৪/ মেইক ইউর আই কন্টাক্ট :- আপনার আই কন্টাক্ট থাকতে হবে ক্যামেরার সাথে। আপনার আই কন্টাক্ট ক্যামেরার দিকে না হলে অন্য মনস্ক মনে হবে। দেখতে খারাপ লাগবে।
৫/ থিংক অ্যাবাউট ব্যাকগ্রাউন্ড :- আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। কোথায় বসেছেন পিছনে কি কি দেখা যাচ্ছে? পিছনের ব্যাকগ্রাউন্ড আপনার অনুস্ঠান কে আরো প্রানবন্ত করে তুলবে। নীল ব্যাকগ্রাউন সব চেয়ে ভালো এছাড়া বুক সেল্ফ বা সুন্দর পর্দা সহ সুন্দর কিছু ফলের টপ রাখতে পারেন।
এছাড়া অনুস্ঠান চলা কালীন পিছন দিয়ে যেন লোক চলাফেরা না করে সে দিকে অবশ্যই শতর্ক থাকতে হবে।
৬/ ইউজ প্রপার লাইট:- লাইট বেশী গুরুত্ব পূর্ন । যেখানেই বসেন লাইট যদি ভালো না হয় তবে আপনাকে বুঝা যাবে না। সুন্দর লাগবে না তাই লাইট খেয়াল করতে হবে।
৭/ ট্রেড অ্যানি আদার মিটিং :- সময়কে গুরুত্ব দিতে হবে। অবশ্যই সময় মত অনুস্ঠান শুরু করতে হবে আপনাকেও সময় মত মিটিং এ উপস্থিত থাকতে হবে। মনে করবেন আপনার সাথে অন্য গুরুত্বপূর্ণ ব্যাক্তিবা উপস্থিত হবেন। সেই সাথে আপনার বক্তব্যের সময় সুন্দর ভাবে অল্প কথায় সুন্দর ভাবে গুছিয়ে কথা বলবেন।কেন না আপনি একটি মিটিং এ আছেন । সারা বিশ্ব আপনাকে দেখছেন।ভিডিও অন লাইনের সময়ের বাধ্যবাধকতা আছে। সময়কে গুরুত্ব দেওয়া সবার দায়িত্ব।
এই নিয়ম গুলি মেনে ভিডিও অন নাইনে অংশ গ্রহন করুন। অবশ্যই আপনি এর উপকারিতা পেয়ে যাবেন। ভিডিও অন লাইন আড্ডা হয়ে উঠুক সবার জন্য আনন্দময়। ধন্যবাদ।