ব্রেক্সিট নিয়ে আলোচনার এখনো সময় আসেনি।
বললেন -নবাব উদ্দিন ।
গত ২৬শে ডিসেম্বর ২০২০ লন্ডনের দর্শক নন্দিত এমএএইচ অন লাইন টিভির জনপ্রিয় “মৃধা শো” প্রগ্রামে ব্রেক্সিট প্রসংগে আলোচনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমত পত্রিকার সাবেক সম্পাদক নবাব উদ্দিন বলেন,
“ব্রেক্সিটের পুরো চুক্তির পুরোপুরি কপি এখনও প্রকাশ্যে আসেনি। যতটুকু এসেছে, তার মধ্যে ব্রিটেনের সীমান্তে ইউরোপের মাছ ধরা, দ্বিপাক্ষিক বাণিজ্যে এক ধরনের সমতা, ভ্রমণ, অর্থনৈতিক সেবা, পণ্য মান ও পেশাগত সেবার ক্ষেত্রে বেশিরভাগ বিষয়ই একটি সময়ক্রম উল্লেখ করে পর্যালোচনাযোগ্য রাখা হয়েছে। যা ব্রিটেনের জন্য প্রায় ক্ষেত্রেই ইতিবাচক”।
কিন্তু ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ব্রিটেন সহ পুরো ইউরোপে বিশেষত মানবাধিকারের রক্ষাকবচ হিসেবে বিবেচিত হতো। কিন্তু এখন আর ব্রিটিশদের ক্ষেত্রে সে আদালতে যাওয়ার সুযোগ থাকবে না।
তিনি আরো বলেন,”প্রতিটি ইস্যু গেজেট আকারে আসার পর পুরোপুরি ভাবে বলা যাবে ব্রেক্সিট কার লাভ কার ক্ষতি এখন টু আরলি টু সে”
একটি বিষয় হলো, ব্রিটেন ইউরোপের অপরাধ তালিকা, ফিঙ্গার প্রিন্ট সহ অপরাধ নিয়ন্ত্রণে যে ইইউ তথ্য ব্যবহার করতে পারতো, তার বেশিরভাগই এখন আর ব্রিটেন ব্যবহার করতে পারবে না”।
প্রথমত:- ইউকে ইউরোপ ছেড়ে আসুক এটা তিন দফায় ব্যালটের মাধ্যমে জানান দিয়েছেন ব্রিটিশের জনসাধারন ।ব্রেক্সিট হচ্ছে জনগনের রায়।কোনও দলীয় বা সরকারি সিদ্ধান্ত নয়।
দ্বিতীয়ত:- ব্রেক্সিট বাস্তবায়নের পর ব্রিটেন সাময়িকভাবে আর্থিক মন্দায় পড়বে, সেটি গত চার বছর ধরেই আলোচনা চলছে। সে লক্ষ্যে ব্রিটেন প্রস্তুতি নিয়েছে, এমনটি বলেছেন সরকারের দায়িত্বশীলরাও।
আর যে কোনও সুস্থ অর্থনীতিতে অন্তত দশ বছরে একটি মন্দা সুস্থ অর্থনীতির নিয়ামক। আর ব্রিটেন ২০০৮ সালের পর চলতি দশকে ২০১৯ পর্যন্ত কোনও মন্দার মুখে পড়েনি। সে হিসেবে একটি মন্দার সম্ভাব্যতা অনেক আগে থেকেই ছিল।
তৃতীয়ত:- ২০২০ সালে ব্রেক্সিট চূড়ান্ত বাস্তবায়নের আগে ব্রিটেন আর্থিক বিপর্যয়ে পড়ে। তবে সেটি ব্রেক্সিট নয়, করোনার কারণে। তারপরও গত বৃহস্পতিবার ব্রেক্সিট বাস্তবায়নের চূড়ান্ত ঘোষণার আগেই ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দাম দশমিক দুই শতাংশ বাড়ে। এখানে বুঝা যাচ্ছে বৃটেনের অর্থনীতি অনেক শক্তিশালী ।
শেষয়ত:- অক্সফোর্ডের করোনা টিকা ব্রিটেনে অনুমোদন পাওয়ার পর করোনা পরিস্থিতি ভালোর দিকে যাবে, এ প্রত্যাশা আমাদের সকলের।
এতদিন ব্রিটেনের মূল সমস্যা ছিল ব্রেক্সিট, তারপর করোনা। একটির সমাধান চুক্তির মাধ্যমে হয়েছে এখন বাস্তবায়নে কিছুটা সময় তো লাগবেই।
করোনাভাইরস মহামারিও অল্প দিনের মধ্যে দূর হয়ে যাবে বলে আশা আমাদের সবার।আবার স্বাভাবিক জীবন ফিরে পাবো সবার মুখে হাঁসি ফুঁটে উঠবে সেই সোনালী দিনের অপেক্ষায় আমরা।
মৃধা শোর এপর্বের অতিথি ছিলেন :-
১/ ব্রিটেনের সফল সমাজকর্মী,বাংলাদেশ এবং ব্রিটেনের অন্যতম সংগঠক,দক্ষ অভিনেতা,নাট্য পরিচালক,লেখক, সাহিত্যক,বিলেতের সবচেয়ে পুরাতন পত্রিকা, সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক,ইস্ট লন্ডন মসজিদ এবং ঐতিহাসিক বাংলাদেশসেন্টারের প্রধান উপদেস্টা ,লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ট্রেজারার, সবেক সভাপতি,বর্তমানে ইস্ট হ্যান্ড চ্যারিটির চেয়ার পারসন ব্রিটেনের সবার সুপরিচিত
⁃ সাংবাদিক, সংগঠক – নবাব উদ্দিন।
২/ বাংলাদেশ থেকে প্রবাসে এসেও বাংলা সংস্কৃতিকে প্রানের সাথে জরিয়ে নিয়েছেন। শত ব্যাস্ততার মাঝেও বাংলা কবিতা নিয়ে চর্চা করেন। যে কোন অনুস্ঠানেই সরব উপস্থিত । কবিতা আবৃত্তি ও অভিনয় করে দর্শক শ্রোতাদের মুগদ্ধ করে তুলেন।বিজয় ফুল কর্মসূচীর কর্মী,এই করোনাভাইরস মহামারি সময় নিরলস ভাবে সেবামূলক কাজ করেছেন, একজন দক্ষ অভিনেত্রী,লন্ডনের স্বনামধন্য নাট্য সংগঠন, ডকল্যান্ড থিয়েটার এ্যান্ড পার্ফমিং আর্ট এর সভাপতি
⁃ স্মৃতি আজাদ।
উপস্থাপনায় – মো: রেজাউল করিম মৃধা।
সহযোগিতায় ছিলেন, এমএএইচ লন্ডন টিভির সিইও
এ্যাডভোকেট আব্দুল হামিদ টিপু ।
এবং লন্ডন বাংলা ভয়েজ এর সিইও
সাংবাদিক জাকির হোসেন কয়েস