| |

ব্রেক্সিটে বড় বাঁধা আর্টিক্যাল-১৬।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রেক্সিট কার্যকর হলেও এর প্রভাব পরতে শুরু করেছে ব্রিটেনের প্রতিটি প্রান্তরে। দিন দিন এর প্রভাব এতটাই প্রকট হচ্ছে যা সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছে বৃটিশ সরকার।

এই সমস্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ইইউরোপীয় ইউনিয়নের কমিশনের ভাইস প্রেসিডন্ট মারোস সেকোভিস বলেন,” মূল বাঁধা হচ্ছে টিগার আর্টিক্যাল ১৬। এই আর্টিক্যাল আসলে ইইউ এবং ইউকের মধ্যে বিবাধ সৃস্টি করেছে,”।

অপর দিকে লর্ড ফ্রস্ট বলেন,” ২০১৯ সালের অক্টোবর ব্রেক্সিট আর্টিক্যাল পাস হয়। তখন থেকেই সমস্যা সৃস্টি শুরু। এখন এর প্রভাব দেখা দিয়েছে ভবিষ্যতে হয়তো আরো সমস্যা হবে,”।

যেমন ধরুন নর্দান আইল্যান্ডের সাথে ইইউর সিংগাল মার্কেট চালু আছে। নর্দান আইল্যান্ড এবং ইইউ ব্যাবসা বানিজ্য সহ সকল কাজ সুস্ঠভাবে করতে পারলেও কিন্তু ইইউ এবং ইউকের অন্য দেশের সাথে সিংগাল মার্কেট নেই।

সমুদ্র বন্দর বা সমুদ্র সীমানা নিয়ে নর্দান আইল্যান্ড এবং ইইউর মধ্যে কোন সীমা রেখা নেই অথচ ইউকের সাথে ইইউর প্রধান সমস্যাই সমদ্র সীমানা।

টিগার আর্টিক্যাল ১৬ বাস্তবায়নের ফলে সমস্যা গুলি হচ্ছে:-

১/ ইকোনোমিক

২/ সোসিয়েন্টাল,

৩/ ইনভয়রনমেন্ট ডিফিকল,

৪/ টেম্পোরারি সমস্যা এখন পারমানেন্ট হতে যাচ্ছে।

৫/ সেইফটি গারডেনিং ইসু

৬/ রাজনৈতিক ভাবে দুই দেশের মধ্যে দূরুত্ব বাড়ছে।

৭/ শ্রমিক সমস্যা।

এই সব সমস্যা টিগার আর্টিক্যাল ১৬ ফলে হয়েছে। এই আর্টিক্যাল নিয়ে পূনরায় বিবেচনা সময়ের দাবী।

সূত্র:- বিবিসি


Similar Posts