ব্রিটেনে ২২তম রেইনবো চলচ্চিত্র উৎসবের উদ্ভোধন।
মো: রেজাউল করিম মৃধা।
রবিবার ৪ জুলাই পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে ২২তম রেইনবো চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়।
উদ্ভোধনী অনুস্ঠানে প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলার মতিন উজ্জামান, রেড ব্রিজের কাউন্সিলার সায়মা আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ জোবায়ের আহমেদ, ফেরদৈাস খান, সাংবাদিক পুলক গুপ্ত এবং আরফুমান চৈাধুরী উৎসবে বক্তব্য রাখেন।অনুস্ঠান পরিচালনায় ছিলেন ফেস্তিভাল ডিরেক্টর মোস্তফা কামাল।
উৎসবে বক্তারা রেইনবো চলচ্চিত্র উৎসবের ২২ বছর পূর্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং এর উত্তোরোত্তর ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন।
সরকারী বিধিনিষেধ অনুযায়ী সীমীত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে আগত অতিথিরা এই উদ্দোগের সাথে একাত্বতা জানান।প্রথমদিন ঋতুপর্ন সেনগুপ্ত অভিনীত “পার্সেল“ প্রদশিত হয়।
বর্তমান মহামারীর মধ্যে ব্যহত স্বাভাবিক জীবনে ফিরে আসার অভিপ্রায় ব্যাক্ত করেন আমন্ত্রিতি গন।
ফ্রি এন্ট্রি। সোমবার ৫ই জুলাই থেকে শনিবার ১০ই জুলাই পর্য্যন্ত ব্রাডি আর্টস সেন্টারে প্রতিদিন বিকেল ৪টা এবং ৬টায় দুটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১১ই জুলাই রবিবার দুপুর ১২.০০ টায় বেথনাল গ্রীণে অবস্থিত রিচ মিক্স সেন্টারে বাংলাদেশে নির্মিত “ঊনপঞ্চাশের বাতাস” প্রদর্শনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি টানা হবে।