| |

ব্রিটেনে-স্কুল গুলি বন্ধ থাকতে পারে আরো ৩ মাস।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনের স্কুলগুলি ইস্টার হলি ডে দিন পর্যন্ত বন্ধ থাকবে বলে আশঙ্কা বাড়ছে , যার অর্থ শিশুরা ক্লাসরুম থেকে আরও তিন মাস দূরে থাকবে ।

বরিস জনসন প্রথম দিকে ছুটি বাড়িয়ে করোনাভাইরাস সংক্রমণ রোধ করার জন্য ফেব্রুয়ারির অর্ধেক মেয়াদ পর্যন্ত তাদের বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।

তবে লকডাউন বিধিনিষেধ বাড়ানোর বিষয়টি অস্বীকার করেছেন। মন্ত্রীরা গতকাল ইঙ্গিত দিয়েছিল যে মার্চ মাসের প্রথম থেকে তাদের ধীরে ধীরে তুলে নেওয়া হবে লক ডাউন বিধিনিষেধ ।তখন বিদ্যালয়গুলিও আবার চালু হবে কিনা? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেন,”আমরা ডেটা দেখতে পেয়েছি’,যোগ করে তিনি বলেন “এটি এনএইচএস এর উপর নির্ভর করছে”।

তবে বিশেষজ্ঞদের মতে ইস্টার হলি ডে পর্যন্ত স্কুলে যাওয়ার সম্ভবনা খুবই কম।

ইংল্যান্ডের স্কুলগুলিকে পুনরায় খোলার দুই সপ্তাহের আগে নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব।

গ্যাভিন উইলিয়ামসন বিবিসি প্রাতঃরাশে বলেছেন, কখন ছাত্ররা ক্লাসে ফিরে আসবে তিনি “ঠিক বলতে পারছিলেন না”।তবে করোনার পরিস্থিতি অনুকূলে আসলেই স্কুল খোলার ঘোষনা দেওয়া হবে।

ব্রিটেনে আজ বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় মৃত্যু ১,২৯০ জন।এবং আক্রান্ত ৩৭ হাজার ৮৯২ জন।

আল্লাহ তুমি হেফাজত করুন আমিন।


Similar Posts