|

ব্রিটেনে রেস্টুরেন্ট এবং হাই স্ট্রিট শপের জন্য £৫ বিলিয়ন পাউন্ডের সহযোগিতা আসছে,আগামী বাজেটে।


মো: রেজাউল করিম মৃধা।

করোনাভাইরস মহামারির কারনে লক ডাউনের সময় বন্ধ থাকা রেস্টুরেন্ট , পাব, হেয়ার ড্রেসার, বারবার শপ, কাপড়ের দোকান সহ যে সব দোকান বা ব্যাবসা প্রতিস্ঠান বন্ধ ছিলো তাদের ক্ষতি পুষিয়ে দিতে আগামী বাজেটে সরকার £৫ বিলিয়ন পাউন্ডের গ্রান্ড বা ভর্তুকী দিতে যাচ্ছে।

ব্রিটিশ চ্যান্চেলর ঋষি সুনাক বলেন,” খুব খারাপ সময় অতিক্রম করে এবং দীর্ঘ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ব্যাবসা প্রতিস্ঠান বা রেস্টুরেন্ট যখন খুলবে তখন এই অর্থ ঐ প্রতিস্ঠানের জন্য বেশ সহায়ক হবে।প্রতিটি প্রতিস্ঠান বা রেস্টুরেন্ট খুব শীগ্রহই প্রাণ ফিরে পাবে। অর্থনৈতিক চাকা আবারো দ্রুত স্বচল হবে,”।

দি ফেডারেশন অফ স্মল বিজনেস ইউকের চেয়ারম্যান- মাইক চ্যারি বলেন,” স্মল বিসনেস টিকিয়ে রাখার জন্য সরকারকে আরো বেশী গ্রান্ট দিতে হবে। সরকারের রোড ম্যাপ অনুযায়ী ১২ই এপ্রিল স্মল বিসনেস গুলি খুলবে। আগামী ১২ই এপ্রিলের পূর্বেই যেন সব ব্যাবসা প্রতিস্ঠান এবং রেস্টুরেন্ট গুলি যেন অনুদানের অর্থ পেয়ে যায় সরকারকে সে ব্যাপার নিস্চিত করতে হবে এবং স্মল বিজনেস দের জন্য দীর্ঘ পরিকল্পনা করা বিশেষ প্রয়োজন,”।

ইউকে অসপিটালিটির সিইও নিকোলাস বলেন,” নগদ অর্থের জন্য প্রতিটি রেস্টুরেন্ট এবং ব্যাবসা প্রতিস্ঠান সমস্যা আছে তাই প্রতিটি প্রকিল্ঠানকে দ্রুত গ্রান্টের অর্থ দেওয়া হোক’”।

ব্যাবসায়ী প্রতিস্ঠান গুলির নেতারা মনে করেন “ফারলো স্মীমের সময় সীমা আরো বাড়াতে হবে সেই সাথে ভিএটি কমাতে হবে তা না হলে ব্যাবসা প্রতিস্ঠান পরিচালনা করা কঠিন হবে,”।

৭০০,০০০ বেশী, দোকান, রেস্টুরেন্ট , বারবার শপ, নন এসেনসিয়াল শপ , পাব , জীম সহ বিভিন্ন ব্যাবসা পিরতিস্ঠান এই £৫ বিলিয়ন পাউন্ড গ্রান্ট পাবে।

হাই স্ট্রিট ব্যবসায়গুলিকে সহায়তা করার জন্য ৫ বিলিয়ন পাউন্ড ঘোষণা দেওয়ার পর চ্যান্সেলর বিরোধিতা করে

ইতোমধ্যে লেবারের ছায়া চ্যান্সেলর অ্যানেলিজ ডডস অর্থনীতি রক্ষার বিষয়ে চ্যান্সেলরকে “রাজনীতিতে মনোনিবেশ” করার জন্য অভিযুক্ত করে শুধু গ্রান্ট নয় এর সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহন করতে হবে,”।তিনি আরো বলেন,” জনগনের উপর যেন অতিরিক্ত ট্যাক্স বসানো না হয়। সে দিকে সরকারকে অবশ্যই খেয়াল রাখতে হবে,”।

মহামারীর শুরুতে কোভিড আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান করার সময় সরকার “বড় আতংকিত ছিলো এবং তাড়াতাড়ি করে গ্রান্ট গিয়েছিলে এখনে কিছু ঘাটতি থাকলেও পদক্ষেপ সঠিক ছিলো।

ফারলু স্কিম – যা প্রায় ৪ মিলিয়ন লোককে সমর্থন করে – ইউনিভার্সাল ক্রেডিটে ২০ পাউন্ড সাপ্তাহিক বৃদ্ধি সহ এপ্রিলের শেষে শেষ হওয়ার কথা।

ঋষি সুনাক আরো বলেন,”জনসাধারণের আর্থিক টেকসই করা “রাতারাতি ঘটবে না” তবে তিনি সংবাদপত্রের প্রতিবেদনগুলি নিশ্চিত করেন নাই যে তিনি আয়কর প্রান্তিকে হিমায়িত করার বা লোণ কমাতে করপোরেশন ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা চলছে সব কিছু পর্যালোচন করেই আগামী বাজেট ঘোষনা করা হবে।এই বাজেটে রেস্টুরেন্ট এবং হাই স্ট্রিট শপ গুলির জন্য বিশেষ সুবিধা রয়েছে। আগামী বাজেটেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্রিটেনের অর্থনীতি।


Similar Posts