ব্রিটেনে মুখে মাক্স এবং সামাজিক দূরুত্ব বজায় থাকবে বহু দিন,বহু বছর।

মো: রেজাউল করিম মৃধা।
করোনাভাইরস মহামারি থেকে বেঁচে থাকার জন্য এবং জনসাধারনের জীবন রক্ষার জন্য বৃটিশ সরকার সকলের মুখে মাক্স বাধ্যতামূলেক করেছেন। এই নিয়ম মেনে চলার জন্য সবাইকে নির্দেশ দিয়েছে সরকার।সেই সাথে করোনা শেষ হলেও মুখে মাক্স এবং সামাজিক গুরুত্ব বাড়ায় রাখতে হবে সবসময় এমনটাই পরামর্শ গবেষকদের ।
১৫ই জুন ২০২০। ব্রিটেনের ইতিহাসের ছিলো এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন থেকে মুখে মাক্স বাধ্যতামূলেক করা হয়। সেই থেকে শুরু ।দীর্ঘ তিন মাস লক ডাউনের পর শুরু হলো স্বাভাবিক জীবন যাত্রা। করোনাভাইরস মহামারিকে মোকাবেলা এবং জনগনের জীবন রক্ষায় বিশ্বের অন্যান্য দেশের সাথে তালমিলিয়ে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে মার্চ মাসের মাঝামাঝি বৃটিশ সরকার লক ডাউন বা স্টে হেম ঘোষনা করেছিলো। সেই থেকে ঘর বন্ধি মানুষ গুলি বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে কেউ বাহিরে যাচ্ছেন না। কখনো লক ডাউন কখনো জোন ভিত্তির এলার্ট জারি।
পুরোপুরি স্বাভাবিকতায় ফিরে না আসা পর্যন্ত কয়েক বছরের জন্য লোকেরা মুখ ঢাকা এবং সামাজিকভাবে দূরত্ব করতে হতে পারে, একজন শীর্ষস্থানীয় মহামারী বিশেষজ্ঞ ভবিষ্যদ্বাণী করেছেন।
জনস্বাস্থ্য ইংল্যান্ডের টিকাদান বিভাগের প্রধান মেরি বলেন,”অন্যান্য দেশগুলি সফলভাবে জব না ফেলা পর্যন্ত প্রাথমিক ব্যবস্থা কার্যকর হতে পারে।
তিনি আরও বলেন, বড় বড় ইভেন্টে দর্শকদের ফিরে আসার জন্য নিরাপদ থাকার বিষয়ে যত্নবান নজরদারি এবং সুস্পষ্ট নির্দেশাবলীর প্রয়োজন।
প্রতিরক্ষা সচিব বৈদেশিক ছুটির নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়টি অস্বীকার করেননি।
বেন ওয়ালেস বিবিসি ওয়ান এর অ্যান্ড্রু মার শোতে বলেন,” যে বিদেশে বিরতি এখন বুকিং করা হবে “অকাল” এবং “সম্ভাব্যনা রয়েছে,”।
এখন থেকে ব্রিটেনের প্রায় সব জায়গায় ফেইস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।প্রথম দিকে গত ১৫ জুন থেকে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ছিলো।এরপর ধীরে ধীরে মাস্ক ব্যবহারের পরিধি বৃদ্ধি করা হয়।তবে এখন থেকে মাস্ক ব্যবহারের পরিধি আরো বৃদ্ধি করা হয়েছে।
এখন থেকে পাবলিক ট্রান্সপোর্ট, সিনেমা হল,বিংগ হল,স্কুল,শপিং সেন্টার, শপ, পোস্ট অফিস, সুপারমার্কেট, ব্যাংক, টেইকওয়ে, থিয়েটার, কনর্সাট হল, মিউজিয়াম, প্রার্থনাস্থল, চুল কাটার সেলুন, গ্যালারিস, একুরিয়ামস, ইনডোর চিড়িয়াখানা, ভিজিটর ফার্মস, ইনডোর ট্যুরিস্ট, হ্যারিটেজ অথবা কার্লচারাল সাইট, ফিউনারেল ডায়রেক্টরস, প্রফেশনালস, লিগ্যাল অথবা ফাইনালশিয়াল সার্ভিসেস বিল্ডিংস, নেই, বিউটি, বারবার, ম্যাসেস পার্লাস, হোটেলস, লাইব্রেরিস, কমিউনিটি সেন্টারস, স্যোশাল ক্লাব, টেটু, ইনডোর বিনোদন কেন্দ্র, স্টোরেজ এন্ড ডিসট্রিবিউশন ফ্যাসিলিটিস, ভ্যাটেনারী সার্ভিসেস, অকশন হাউজ ইত্যাদি।
গবেষনায় উঠে এসেছে করোনাভাইরস মহামারির জীবানু হাঁসি , কাঁশি, শ্বাসপ্রশ্বাসের এবং শরীর স্পর্শের মাধ্যমেই বেশী সংক্রামিত হয় তাই সাবধানতার মাধ্যমেই এই মরণ ভাইরাস থেকে আত্বরক্ষা করতে হবে।
নিজে সুস্থ্য থাকুন অন্যকে সুস্থ্য রাখতে সহযোগিতা করুন।মুখে মাক্স ব্যাবহার করুন। সামাজিক দূরুত্ব বজায় রাখুন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।