| |

ব্রিটেনে মসজিদে মসজিদে আদায় করা হবে তারাবিহ্ নামাজ।
তবে ৮ রাকাত, না ২০ রাকাত এ নিয়ে রয়েছে ভিন্ন মত।


মো: রেজাউল করিম মৃধা।

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান সমাগত। রমজান মাস আমাদের জন্য রহমত, বরকত ও মাগফেরাতের মাস। এই মাসেই নাজিল হয়েছে মহা পবিত্র আল কোরয়ান।এই মাসের ইবাদত অন্যান্য মাসের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ।অধিক মর্যাদাপূর্ণ ।

রোজার মাসে তারাবিহ নামাজ সুন্নত হলেও এর গুরুত্ব অপরিসীম। তাই রোজার মাসে এশা নামাজ শেষে তারাবিহ নামাজ আদায় করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা।

করোনাভাইরাস মহামারির লক ডাউনের কারনে গত রমাজানে মসজিদ গুলি বন্ধ ছিলো । তাই সবাই নিজ নিজ ঘরে পরিবার সাথে নিয়ে অথবা নিজে নিজেই তারাবিহ নামাজ আদায় করেছেন। এই বছর লক ডাউন চলছে তবে করোনাভাইরাস এর প্রকট কিছুটা কম থাকায় লক ডাউন শিথিল করা হয়েছে সে জন্য মসজিদ গুলি খোলা থাকবে।

ব্রিটেনের সব গুলি মসজিদে তারাবিহ নামাজ আদায় করা হবে। তবে প্রতিটি মসজিদ তাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তারাবিহ নামাজ ৮ রাকাত না ২০ রাকাত হবে সে সিদ্ধান্তে উপনিত হয়েছেন। হাদিসের আলোকে এই সিদ্ধান্ত গুলি মধ্যে রয়েছে ভিন্নমত ভিন্ন যুক্তি। তবে মসজিদ গুলির নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী তারাবিহ নামাজ আদায় করা হবে।

ইস্ট লন্ডনের সর্ব বৃহৎ মসজিদ গুলির মধ্যে ইস্ট লন্ডন মসজিদ তারাবিহ নামাজ আদায় করবে ৮ রাকাত।

ইস্ট লন্ডন মসজিদের এক্সিকিউটিভ ডিরেকিট দেলোওয়ার খান বলেন,”ইস্ট লন্ডন মসজিদে ৮ রাকাত তারাবিহ নামাজ আদায় করা হবে,”।

অপর দিকে ব্রিকলেইন মসজিদ কমিটির চেয়ারন্যান মোহাম্মদ সাজ্জাত মিয়া বলেন তারাবিহ নামাজ আদায় করা হবে ২০ রাকাত। এবং সুরা তারাবি হবে এ বছর খতম তারাবিহ আদায় করা সম্ভব হয়।

এছাড়া অন্যান্য অনেক মসজিদে তারাবিহ ২০ রাকাত আদায় হবে এবং অনেক মসজিদে ৮ রাকাত তারাবিহ নামাজ আদায় করা হবে।

কোন কোন মসজিদে একটি এবং কোন কোন মসজিদে দুইটি তারাবিহ নামাজ জামাত অনুস্ঠিত হবে। কেননা মসজিদে সামাজিক দূরুত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হয়। সে জন্য মুসুল্লিদের কথা চিন্তা করে স্থানীয় মসজিদ গুলিতে দুটি করে তারাবিহ নামাজ আদায় করার সিদ্ধান্ত গ্রহন করেছে।

৮ রাকাত বা ২০ রাকাত নিয়ে ভিন্নমত থাকলেও সব মসজিদ গুলি সরকারি নিয়ম মেনে চলতে এক মত আছেন।

যেমন:-

১/ বাধ্যতামূলেক মুখে মাক্স রাখতে হবে,

২/ সামাজিক দূরত্ব বজায় থাকতে হবে, নামাজের জন্য দূরুত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানে নিজের জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে হবে।

৪/ বাসায় থেকে ওজু করে আসতে হবে,

৫/ নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে।

৬/ হাত সেনেটাইজার সাথে রাখতে হবে।

৭/নামাজ শেষে মসজিদের বাহিরে জরো না হয়ে বা আড্ডা না দিয়ে যত দ্রুত বাসায় চলে যেতে হবে।

এছাড়াও সরকারের সকল বিধিনিষেধ বা নিয়ম গুলি যথাযথো ভাবে মেনে চলতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে যথাযথো মর্যাদার সাথে পবিত্র মাহে রমজানের ,

রোজা রাখার তৌফিক দান করুন,

তারাবিহ নামাজ সহ সকল নামাজ গুলি আদায় করা তৌফিক দান করুন ।

স্থানীয় মসজিদ গুলির নিয়ম মেনে ৮ রাকাত অথবা ২০ রাকাত তারাবিহ নামাজ আদায় করুন। আমিন।


Similar Posts