| |

ব্রিটেনে ভ্যাকসিন ট্রায়েলে অংশ নিতে বাংলাদেশীদের অনিহা।

Community news, British Bangladeshi

কভিড-১৯ বা করোনাভাইরস মহামারি থেকে বেঁচে থাকার জন্য বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বৃটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজ সহ একাধিক প্রতিস্ঠানের ভ্যাকসিন ট্রায়ালের জন্য ব্রিটেন জুড়ে ২ লাখ ৭০ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে মাত্র ৭ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়, তার মধ্যে বাংলাদেশীদের অবস্থান নাই বললেই চলে।

করোনাভাইরাস মহামারিতে ব্রিটেনে বাংলাদেশীরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হলেও ভ্যাকসিন ট্রায়েলে অংশ নিতে কোন আগ্রহ নেই। পূর্ব লন্ডনে বয়োজেস্ঠ বাংলাদেশীদের সাথে কথা বলে দেখা গেছে ভ্যাকসিন ট্রায়েল সম্পর্কে তাদের কোন ধারনাই নাই।

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন,”ব্রিটিশ বাংলাদেশী সহ সকল কমিউনিটির মানুষকে ভ্যাকসিন ট্রায়েলে আগ্রহী করতে কাউন্সিল ওয়েব সাইডে তথ্য প্রচার করা হচ্ছে”।

শতবর্ষী দবিরুল চৌধুরী ওবিই কমিউনিটির  মানুষকে ভ্যাকসিন ট্রায়েলে অংশ নেওয়ার জন্য অনুপ্রানিত করছেন।

গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান বলেন, “শুধু মাত্র ওয়েব সাইডে দিয়ে বসে থাকলেই হবেনা। জনসাধারনকে আগ্রহী করতে হলে এর গুরুত্ব তুলে ধরে ব্যাপক প্রচারনা করতে হবে”।

বিজ্ঞানীদের সফল ভাবে ট্রায়েল সম্পূর্ন করতে আরো ৫০ হাজার স্বেচ্ছাসেবকের অংশ গ্রহন প্রয়োজন।এই অংশ গ্রহনের জন্য বাংলাদেশী কমিউনিটি সহ সকল কে এগিয়ে আসতে হবে।
www.nhs.uk/Recharch গিয়ে যে কেউ অতি সহজে ভ্যাকসিন ট্রায়েলের জন্য আবেদন করতে পারেন।

বিশ্ব জুড়ে করোনাভাইরস মহামারি ঠেকাতে ভ্যাকসিনের কোন বিকল্প নেই। তবে এই ভ্যাকসিন কার্যকর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। ভ্যাকসিন কার্যকর হলে উপকৃত হবেন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। আপনি অংশগ্রহন করতে চাইলে আবেদন করতে হবে। আবেদন করলে তবে আবেদন গ্রহনের পর আপনাকে রক্ত পরীক্ষা সহ বেশ কয়েকটি পরীক্ষার পর আপনি উপযুক্ত হলে, তবেই আপনার শরীরে ভ্যাকসিন ট্রায়েল করবে এনএইচএস ।প্রায় সব শহরে নির্দিস্ট স্থানেই এই ভ্যাকসিন ট্রায়েল দিচ্ছে এনএইচএস ।


Similar Posts