| |

ব্রিটেনে তেল সরবরাহে,
১৫০ জন মিলিটারি লরি ড্রাইভার নিয়োগ দিয়েছে সরকার।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে তেল সরবরাহের সমস্যা এখন প্রকট আঁকার ধারন করেছে। এক প্রতিকূলতার মধ্য দিয়ে পার হচ্ছে। দিন দিন তেলের অভাবে বেশীর ভাগ তেলের পাম্প বন্ধ। যে কয়টি খোলা আছে তেল শেষ হলে যে কোন সময় সেগুলি বন্ধ হয়ে যেতে পারে। এর মধ্যে গাড়ি প্রতি সর্বোচ্চ নির্ধারণ করা হয়েছে £৩০ পাউন্ড।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের সমস্যা নেই কিন্তু লরি ড্রাইভারের অভাবে তেল সরবরাহ করা যাচ্ছে না। লরি ড্রাইভারদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে সরকার। ইউরোপ থেকে দ্রুত লরি ড্রাইভার আন্তে কাজ করা হলেও সমস্যা বেড়েই চলছে।

সমস্যা সমাধানে মিলিটারি লরি বা ট্রাক ড্রাইভার গুলিকে দ্রুত ট্রেনিং এর মাধ্যমে ১৫০ জন লরি ড্রাইভার তেল সরবরাহ কাজে নিয়োগ দিয়েছে সরকার।এই ১৫০ জন লরি ড্রাইভার তেল সরবরাহের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।এর ফলে আশার আলো দেখা যাচ্ছে।

যদিও এক লাখের বেশী লরি ড্রাইভার প্রয়োজন সেখানে ১৫০ জন কিছুটা আশার আলো ছড়াচ্ছেন।দেশের ক্লান্তি কালে মিলিটারি ড্রাইভাররা তাদের দায়িত্ব পালন করে দেশের সেবা করে যাচ্ছেন।

লন্ডনের বিভিন্ন তেলের পাম্প ঘুরে দেখা গেছে কোথাও কোথাও পুরোপুরি বন্ধ আবার কোন কোন পাম্পে ডিজেল আছে তো পেট্রোল নেই আবার কোন পাম্পে পেট্রোল আছে ডিজেল নেই।তবে £৩০ পাউন্ড নির্ধারণ করায় অনেক পাম্পেই জ্বালানী পাওয়া যাচ্ছে।

বিজনেস সেক্রেটারি কাউসি কারতেজ বলেন,” তেলের সংকট নেই। পর্যাপ্ত মজুদ আছে তবে লরি ড্রাইভারের অভাবে সরবরাহ করতে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই ১৫০ জন মিলিটারি লরি ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে সমস্যা অনেকটাই কমে এসেছে।অল্প কয়েক দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে,”।


Similar Posts