ব্রিটেনে ড্রাইভাররা সাবধান,গাড়ি চালানোর সময় ফোন ধরলেই কেঁটে নেবে ৬ পয়েন্ট, সাথে জড়িমানা £২০০ পাউন্ড।

মো: রেজাউল করিম মৃধা।
নতুন বছর ২০২২ সালের প্রথম থেকেই শুরু হচ্ছে ড্রাইভারদের উপর বিশেষ নজরদারী। গাড়ি চালানো অবস্থায় ফোনে ডিভাইজে গেইম খেলা, ছবি তোলা, ভিডিও করা এবং ফোনে কথা বললে কেঁটে নেওয়া হবে ৬ পয়েন্ট এবং সাথে গুনতে হবে £২০০ পাউন্ড জরিমান।
বৃটিশ ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্রান্ট সাপস বলেন,” গাড়ি চালানো সময় মোবাইল ব্যাবহারের ফলে এ্যাকসিডেন্টের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এ্যাকসিডেন্ট রোধে এই আইন করা হচ্ছে।এই আইনের ফলে ড্রাইভাররা সাবধানতা অবলম্বন করবেন। এর ফলে এ্যাকসিডেন্ট কমে আসবে,”।
তিনি আরো বলেন,” ২১ সেন্চুরির আধুনিক ডিজিটাল যুগে এসেও রোড সেইফটির জন্য কঠিন আইন করা হচ্ছে মানুষের জীবন রক্ষার জন্য।কেননা ছবি তুলতে, ভিডিও করতে কিম্বা ফোনে কথা বলতে গিয়ে ড্রাইভার যেমন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে তেমনি অন্যদের জীবনও ধ্বংস করে দিচ্ছে।
সরকার সাধারন জনগন এবং ড্রাইভারদের মধ্যে একটি জড়িপের মাধ্যমে শতকরা ৮১% মানুষ মনে করে গাড়ি চালানোর সময় ফোন বা ডিভাইজ ব্যাবহার করা উচিত নয়। জনসাধারনের প্রতি সম্মান রেখে এবং মানুষের জীবন রক্ষায় সড়ক নিরাপত্তা আইনকে আরো কঠোর করা হচ্ছে। নতুন বছর থেকে এই আইন কার্যকর করা হবে।
২০২২ সাল নতুন বছর থেকে গাড়ি চালানোর সময়
১/ মোবাইল, লেপটপ এবং ডিভাইজ ব্যাবহার করা যাবে না।
২/ ফোন হাতে নেওয়া বা কথা বলা নিশেধ।
৩/ ভিডিও কল করা মোটেই সম্ভব নয়।
গাড়ি চালক বা ড্রাইভারদের মনিটর করার জন্য প্রতিটি সিগনাল লাইটের ক্যামেরা সহ নতুন ডিভাইজ বসানো হয়েছে এছাড়া মনিটরের জন্য অতিরিক্ত রোড এ্যান্ড হাইওয়ে পুলিশ মোতায়েন করা হবে।
সাবধান! ধরা পড়লে রেহাই নেই । আইন অমান্য করলে যাবে ৬ পয়েন্ট সাথে £২০০ পাউন্ড জরিমানা।