| |

ব্রিটেনে জিসিএসই পরীক্ষার ফলাফল প্রকাশ।পাশের হার ৭৭.১%।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে প্রকাশিত হলো জীবনের প্রথম কাংক্ষিত জিসিএসই পরীক্ষার ফলাফল। ইংল্যান্ড , ওয়েলস এবং নর্দান আইল্যান্ডে মোট পাশের হার ৭৭.১% ।

ইংল্যান্ডে ৬১.২% এর মধ্যে লন্ডন সব চেয়ে ভালো ফলাফল করেছে।গ্রেট এ তে শতকরা ২৮.৯% পারসেন্ট,, কমপ্রেহেনসিবে ২৬% এবং একাডেমিক ২৮.১% পারসেন্ট।

বোর্ড এক্সাম ছাড়াই স্কুলের টিচারদের দেওয়া নাম্বারের উপর ভিত্তি করে নাম্বার দেওয়া উপর এই ফলাফল প্রকাশিত হয়।এতে অনেক মনে দ্বিধাদন্দ বা স্বংশয় থাকলেও করোনাভাইরাস মহামারিতে শিক্ষা কার্য়ক্রম ধারাবাহিকতা অব্যহত রয়েছে।

নর্দান আইল্যান্ডে সবচেয়ে বেশী ভালো ফলাফল করেছে। সেই সাথে স্কটল্যান্ড স্কুলের টিচারদের নাম্বার প্রতাক্ষান করেছে। তাদের মতে স্কুলের শিক্ষকদের দেওয়া নাম্বার কখনো মেধার সঠিক মূল্যায়ন হতে পারে না।

জিসিএসই পরীক্ষায় ৩৩.৪% ছাত্রী এবং ২৪.৪% ছাত্র পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। পাশের হার এবং ভালো ফলাফলে ছাত্রীরা অনেক এগিয়ে।

২০২১ সালে জিসিএসইতে ৩৬০৬ জন শিক্ষার্থী ৯ পেয়েছেন যা এ ডাবল স্টার বলা হয়। ইংলিশ এক্সাম বোর্ড পরীক্ষার ফলাফল নাম্বার দিয়ে ১-৯ নির্নয় করা হয়। ওয়েলস এ অক্ষর দিয়ে A- G এবং নর্দান আইল্যান্ডে নাম্বার এবং অক্ষর দুইটি ব্যাবহার করা হয়।

স্টেইট স্কুল, গ্রামার স্কুল, ইসলামিক স্কুল, প্রাইভেট স্কুল। সেই সাথে বি টেক এও ২৩০০০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।

বৃটিশ স্কুল মিনিস্টার -নিক গিব, বি বি সির সাথে স্বাক্ষাৎকারে বলেন,” এই বছর করোনাভাইরাস মহামারির কারনে বোর্ড এক্সাম নেওয়া সম্ভব না হলেও শিক্ষা কার্যক্রম অব্যহত রাখতে স্কুলের শিক্ষক দের দ্বারা মক এক্সাম এবং অন্যান্য এক্সাম এর উপর ভিত্তি করেই নাম্বার দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থীই ভালো ফলাফল করেছেন। অনেকের মনে দ্বিধাদন্দ বা স্বংশয় থাকলেও ভালো শিক্ষার্থী সব সময়ই ভালো। এই বছর এই অসামান্য ফলাফল শিক্ষার্থীদের কন্ফিডেন্ট জোগাবে। লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরো বেড়ে যাবে,”।

ব্রিটেন সব সময়ই শিক্ষাকে প্রাধান্য দিয়ে থাকে। শিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড এই নীতি সবসময় পালন করে থাকে। জিসিএসই পরীক্ষা হচ্ছে ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ। এই প্রথম ধাপে ভালো ফলাফলে আনন্দিত, শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবকরা।


Similar Posts