ব্রিটেনে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারনে, দাম বৃদ্ধির সম্ভবনা ৫০%।
মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেনে গ্যাসের নিজস্ব কোন ক্ষনি নেই, বিদ্যুৎ উৎপাদন ও প্রয়োজনের তুলনায় অতি সামান্য তাই বাহিরের অন্যান্য দেশ থেকে এনার্জি আমদানী করতে হয়। কভিড-১৯ মহামারি সহ বিভিন্ন কারনে বিশ্বের সব দেশেই গ্যাস বিদ্যুৎ এর দাম বৃদ্ধি পেয়েছে। আমদানী এ ট্রান্সপোর্টের ক্ষেত্রেও বেড়েছ ব্যায়। হোল সেইলার কম্পানী গুলি এই মূল্য বৃদ্ধি করেছে। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ব্রিটেনে ও এনার্জির দাম বৃদ্ধি পাবে।
এনার্জি ইউকে, দি ইন্ডাস্ট্রি ট্রেড বডি, অফজেম এনার্জি ফার্ম বৃটিশ বিসনেস সেক্রেটারির সাথে ভারচুয়াল মিটিং এ উঠে আসে ২০২২ সালে এনার্জির সংকট দেখা দিবে এ কারনে বিল শতকরা ৫০% বৃদ্ধি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
OVO বস স্টেফেন ফিটপ্রেক্টিস বলেন, ২০২২ সাল ব্রিটেনে ভয়াবহ এনার্জি সংকট দেখা দিবে। এতে দাম ৫০% বাড়ানোর পরেও সংকট সমাধান সম্ভব হবে কিনা সে বিষয় সন্দেহ রয়েছে। প্রতিটি হাউজ হোল্ডকে বছরে £২০০০ পাউন্ড পর্যন্ত বিল দিতে হতে পারে,”।