ব্রিটেনে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০% বৃদ্ধি।
সেপ্টেম্বর থেকে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলেক হতে যাচ্ছে।
মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেনে করোনাভাইরাস আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।কোভিডের মৃত্যু এক সপ্তাহে ৫০% বেড়েছে । সরকারি হিসেবে দেখা যায় গত সাত দিনে করোনাভাইরাসের জন্য মোট ৩২৫,২২৩ জন ইতিবাচক পরীক্ষা করেছেন।
গত সপ্তাহে ইতিবাচক পরীক্ষার ২৮ দিনের মধ্যে ৩৮৭ জন মারা গেছে, আগের সাত দিনে ১৩০ জন। মৃত্যুর ৫০.৬% বেড়েছে। করোনায় বৃহস্পতিবার আক্রান্ত ৩৯,৯০৬ জন, মৃত্যু ৮৪ জনের।
ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস উইটি বলেন, “হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা প্রতি তিন সপ্তাহে দ্বিগুন হচ্ছে এবং আগামী সপ্তাহ খানেকের মধ্যেই এই হার ‘আতংকজনক’ পর্যায়ে উন্নীত হতে পারে। বিধিনিষেধ আবার জারি করা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বৈজ্ঞানিক প্রজেকশন অনুযায়ি আগষ্ট মাসের প্রথম সপ্তাহে হাসপাতালে ভর্তির সংখ্যা দৈনিক ১৫০০তে গিয়ে ঠেকতে পারে, যা মাসের শেষ নাগাদ দৈনিক তিন হাজারে গিয়ে উন্নীত হবে। অর্থাৎ গত বছরের এপ্রিলে সংক্রমণের প্রথম ঢেউয়ের সময়কালে সংক্রমণ সংখ্যার প্রায় কাছাকাছি পর্যায়ে গিয়ে পৌছতে পারে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ সংখ্যা।
সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের নাইটক্লাব এবং ইনডোরে আয়োজিত বড় ধরনের সমাবেশমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগকে আইনে রূপ দিতে পার্লামেন্টে আনা বিলের মাধ্যমে আইনে পরিনত হতে যাচ্ছে।এতে স্বাস্হ্য বিধির জন্য মংগলজনক হলেও বিরোধীরা রয়েছে সয়ং সরকারি দলের এমপিদের মধ্যে। তবে ভ্যাকসিন পাসপোর্ট করোনাভাইরাস নির্য়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখবে মনে করেন বিশেষজ্ঞরা।
লকডাউন পুরোপুরি শিথিল করার পর করোনার আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আবারো কঠিন লকডাউনের মুখামুখি হতে যাচ্ছে বলে আশংকা করছেন গবেষকরা।
লকডাউন শিথিল হলেও সবাই শতর্ক থাকুন , নিজেকে নিরাপদে রাখুন অপরকে নিরাপদে থাকতে সহযোগিতা করুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।