ব্রিটেনে এই প্রথম 3D যন্ত্র ব্যাবহার করে ১১ বৎসরের লিব্বিসের কিডনী সার্জারি সফল হয়েছে।
মো: রেজাউল করিম মৃধা।
ব্রিটেন চিকিৎসা সেবায় বিশ্বের অন্যতম একটি দেশ। এনএইচএস চিকিৎসা সেবার অবদান অনস্বীকার্য।সব সময় নতুন নতুন টেকনোলজি ব্যাবহার এমন কি নতুন ঔষধ আবিস্কার ও অনুমোদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কভিড-১৯ ভ্যাকসিন সর্বপ্রথম অনুমোদন তার অন্যতম উদাহরণ।
ব্রিটেনে এই প্রথম 3D যন্ত্র ব্যাবহার করে ১১বৎসর বয়সী লিব্বিসের কিডনী অপরেশন সফল হয়েছে। 3D যন্ত্র এবং টেকনোলজি ব্যাবহার এই প্রথম যা ছিলো অনেক ঝুঁকি এবং চ্যালেন্জ।
শুক্রবার ব্রিস্টল চিলডেন হাসপাতালে সার্জন মার্ক উড়ওয়ার্ড 3D যন্ত্র এবং টেকনোলজি ব্যাবহার করে ব্যাথা মুক্ত অপেরাশন সম্পন্ন করেন নতুন ইতিহাস সৃস্টি করেন।
তিনি বলেন,” এই 3D যন্ত্র এবং টেকনোলজি ব্যাবহার করে অপেরাশন অতি সুক্ষ যা মাত্র 4mm এর জন্য অবশ্যই নতুন করে ট্রেনিং এর ব্যাবস্থা করতে হবে। সেই সাথে এই অপেরাশন অনেক ব্যায় বহুল। সরকারি ভাবে এনএইচএস থেকে শতকরা ২০% ডিসকাউন্ড করলেও এর ব্যায় £২০ হাজার পাউন্ডের উপরে,”।
২০০ ও বেশী শিশু এই কিডনী সমস্যায় ভুগছে। এই 3D যন্ত্র এবং টেকনোলজি ব্যাবহার করে অপেরাশন করলে তারা সুস্থ্য জীবনে ফিরে আসবে।অন্যান্য অপেরাশন এর ক্ষেত্রেও 3D যন্ত্র এবং টেকনোলজি ব্যাবহার করলে হাজার হাজার রোগীও উপকৃত হবেন এবং ফিরে পাবেন সুস্থ্য জীবন।
সূত্র :-