ব্রিটেনে ইয়াংদের জন্য ভ্যাকসিন অনুমোদন না দেওয়াতে ক্ষোপ প্রকাশ।

মো: রেজাউল করিম মৃধা।
কভিড-১৯ বা করোনাভাইরাস মহামারি থেকে জীবন রক্ষার জন্য সব চেয়ে যত্নশীল এবং চেস্টা অব্যহত রেখেছে ব্রিটেন। ব্রিটেন করোনাভাইরাস থেকে রক্ষার জন্য প্রথম ভ্যাকসিন অনুমোদন করে সেই থেকে প্রতিটি ভ্যাকসিনই ব্রিটেন থেকে প্রথম অনুমোদন দেওয়া হয়। সেই ভ্যাকসিন প্রয়োগের ফলে ব্রিটেনের জনসাধারন সব চেয়ে বেশী উপকৃত হয়েছেন।
গত মংগলবার ব্রিটেন ছিলো করোনায় মৃত্যু সংখ্যা শূন্য। আলহামদুলিল্লাহ। তবে আজ বুধবার মৃত্যুর সংখ্যা ১২ জনের ।ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া ছিলো সত্যিই ব্যাতিক্রম। বয়স কে প্রথম প্রাধান্য এর পর কি ওয়ার্কার এবং স্বাস্হ্য ঝুঁকি যাদের ছিলো।
শত বছর থেকে ৯০ বৎসর এরপর ৮০, ৭০, ৬৫,৬০, ৫০ এবং ৪০ এই ধারাবাহিক ভাবে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম চলছে। শিশুদের জন্যও মাঝ খানে ট্রাইল শুরু করলেও পরে অনুমোদন দেয় নাই সরকার।
তবে ১২ থেকে ১৮ বয়সের ইয়াং দের জন্য ভ্যাকসিন অনুমোদন না দেওয়াতে ক্ষোপ প্রকাশ করেছেন সয়ং প্রধান হেল্থ অফিসার ক্রিস হুইটি।
তিনি বলেন,”ক্যানাডা, আমেরিকা এবং ইউরোপে ১২ থেকে ১৮ বৎসর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে কেন ব্রিটেনে এই ইয়াংদের ভ্যাকসিন সে বিষয়ে তিনি ক্ষোপ প্রকাশ করেন।তিনি ইয়াংদের জন্য ভ্যাকসিন ট্রাইল অবশ্যই করা উচিত,”।
সবার জন্য সুস্বাস্থ্য সুনিশ্চি করা এবং করোনাভাইরাস থেকে দীর্ঘস্থায়ী সমাধান পেতে ভ্যাকসিনের বিকল্প নেই সেই সাথে সব বয়সীদের জন্য ভিন্ন ভিন্ন ভ্যাকসিনও নিশ্চিত করতে হবে।