| |

ব্রিটেনে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট অস্বাভাবিক হারে বৃদ্ধি।
আসতে পারে লক ডাউনে কঠোরতা।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে কভিড-১৯ এর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ডেল্টা শতকরা ৭৯% শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় আতংকিত বিজ্ঞানী, সরকার এবং সাধারন জনসাধারন।

প্রফেসর ক্রীস্টিয়ানা পাজেল বলেন,”ব্রিটেন বাসীর জন্য সুখের কোন সংবাদ দিতে পারছিনা এইটাই আমাদের দু:ক্ষ।যে সময় লক ডাউন পুরোপুরি তুলে নেওয়ার পরিকল্পনা সেই খানে হয়তো আরো কঠোর লক ডাউন দেওয়া হতে পারে। করোনার আক্রান্ত যেভাবে বাড়ছে, নতুন করে রুগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। সবাইকে আরো শতর্কতা অবলম্বন করতে হবে,”।

প্রফেসর ড্যানি আল্টম্যান বলেন,”ইন্ডিয়ান ভ্যারিয়ান্ট বর্তমানে নতুন করে চিন্তায় ফেলেছে। ইম্পেক্ট পরছে সবখানে।এই ভাবে করোনা আক্রান্ত বৃদ্ধি পেলে লক ডাউনের বিকল্প নেই,”।

পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন তথ্য অনুযায়ী ব্রিটেনে বর্তমানে ইন্ডিয়ান ডেল্টা ধরনের করোনায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৯% শতাংশ । গত সপ্তাহে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ১২হাজার ৪৩১ জন।

বিজ্ঞানীদের দেয়া নতুন নাম অনুযায়ী ভারতীয় ধরনের করোনার নতুন নাম করন হয়েছে ডেলটা যা কেন্ট ভ্যারিয়েন্ট আলফাকে ছাড়িয়ে গেছে।

বিজ্ঞানী বলছেন এর ফলে হাসপাতালগুলোতে আবারো রোগী সংখ্যা বাড়ছে। তবে এ জন্য আরো বেশি তথ্যের প্রয়োজন রয়েছে বলেও তারা জানাচ্ছেন।

বর্তমানে নতুন ধরনের করোনা সমগ্র ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে বল্টন, ব্লাকবার্ন এন্ড ডারওয়েন।

অন্যদিকে আশার কথা হচ্ছে ব্রিটেনের প্রাপ্ত বয়স্কদের অর্ধেকের বেশি মানুষ করোনার উভয় ডোজ টিকা গ্রহন করেছেন। বৃহস্পতিবার এই মাইল ফলক অর্জন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হেলথ সেক্রেটারী।

সরকারের দেওয়া রোড ম্যাপ অনুযায়ী ২১শে জুন পুরোপুরি লক ডাউন তুলে নেওয়ার ঘোষনা থাকলেও ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট ডেল্টার আক্রমন বৃদ্ধি পাওয়া লক ডাউন না তুলে নিয়ে আরো কঠিন লক ডাউন হতে পারে বলে ধারনা করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্রিটেনে করোনায় বৃহস্পতিবার ১৮ জনের মৃত্যু এবং ২ মাসের মধ্যে সর্বাধিক আক্রান্ত ৫,২৭৪ জন। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।


Similar Posts