| | |

ব্রিটেনের সহকর্মীকে চুমু খাওয়ার অপরাধে হেল্থ সেক্রেটারি পদত্যাগ। নতুন হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ।


মো: রেজাউল করিম মৃধা।

ব্রিটেনে রাজনৈতিক নেতারা সন্মানবোধ বা আত্মসম্মান অক্ষুন্ন রাখার স্বচেস্ট থাকেন সবসময়। দায়িত্ব পালনে আগ্রহী ভুমিকা সাথে থাকে নিজের কারনে যেন সরকারের বা দেশের কোন অপমান বদনাম বা উদ্ভূত কোন পরিস্থিতি স্বীকার না হয়। এর ব্যাত্যয় হলে অনেকেই তার দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এমনই এক ইতিহাসের জন্ম দিলেন ব্রিটেনের হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যানকক।

ব্রিটেনে চুমু খাওয়া আইনগত কোন অপরাধ নয়। যদি দুইজনের আপত্তি না থাকে। জোর করে চুমু দিলে অবশ্যই অপরাধ কিন্তু প্রাপ্ত বয়স্ক দুজনের সম্মতি থাকলে অপরাধ নয়। কিন্তু এক জন দায়িত্বশীল ব্যাক্তি করোনাভাইরাস মহামারির আইন লন্ঘন করতে পারেন না।

করোনা মহামারির এই সময়ে সহকর্মীকে চুমু দিয়ে সামাজিক দূরত্বের নীতি ভঙ্গ করেন ব্রিটিশ হেল্থ সেক্রেটারি ম্যাট হ্যানকক। আর চুমু খাওয়া নিয়ে বিতর্কের জেরে অবশেষে তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন।

গত শনিবার (২৬ জুন) হ্যানকক পদত্যাগ করেছেন বলে এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

করোনাকালে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের চুমু খাওয়ার ছবি সম্প্রতি প্রকাশ পায়। আর এতেই বিপাকে পড়েন তিনি। সামাজিক দূরত্ব ভেঙে সহকারীকে চুমু খাওয়ায় দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান। কিন্তু সমালোচনা বন্ধ না হওয়ায় পদ ছাড়তে বাধ্য হলেন তিনি।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে হ্যানকক লেখেন, মহামারিতে যেই জনগণ অসীম ত্যাগ স্বীকার করেছে সেই জনগণের কাছে সরকারের সৎ থাকা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দুঃখপ্রকাশ করে পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদকে নতুন হেল্থ সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে।ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে যে ম্যাট হ্যানককের পদত্যাগের পর প্রাক্তন চ্যান্সেলর এবং হোম সেক্রেটারী সাজিদ জাবিদ এই দায়িত্ব পালন করবেন ।

মিঃ হ্যানকক করোনাভাইরাস নিষেধাজ্ঞার লঙ্ঘনে তার মন্ত্রীর কার্যালয়ে একজন সহযোগীকে চুম্বন করার ভিডিও চিত্র প্রকাশিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় পদত্যাগ করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা একটি চিঠিতে ম্যাথ হ্যাংকক বলেন,”‘আমি সর্বশেষে যা চাই তা হল আমার ব্যক্তিগত জীবনটি এককামী মনের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের মনোযোগ বিভ্রান্ত করা যা আমাদেরকে এই সঙ্কট থেকে মুক্ত করে তুলবে। দ্বায়িত্বশীল ব্যাক্তিদের আরো বেশী শতর্ক এবং দায়িত্বশীল হতে হবে,”।


Similar Posts