ব্রিটেনের বাজেটে কাউন্সিল ট্যাক্স £০.০২% বৃদ্ধি, ধনীদের জন্য সহনীয় হলেও , গরিবদের জন্য মরণ ফাঁদ।

মো: রেজাউল করিম মৃধা।
২০২১ সালের বাজেটে ব্রিটিশ সরকার করোনাভাইরস মহামারি থেকে অর্থনৈতিক চাঁকা স্বচল করতে ব্যাবসা প্রতিস্ঠান, শ্রমিক, রেস্টুরেন্ট বার , পাব, মার্কেট সহ সকল ক্ষেত্রে অনুদান সহযোগিতা করে যাচ্ছে। এজন্য ব্রিটেনের সবাই উপকৃত এবং সরকারের প্রতি সন্তস্ট থাকলেও কাউন্সিল ট্যাক্স শতকরা £০.০২% পারসেন্ট বৃদ্ধি করায় সরকার পরেছে সমালোচনার মুখে।
দি ইনিস্টিডিউট অফ পাবলিক পলিসি রিচার্স, দি মার্কেট ফাউন্ডেশন, ডেমস, দি সেন্টার ফর পলিসি স্ট্রাটিজ, কন্জার্ভেটিভ ব্রাইট ব্লু গ্রুপ এবং প্রপার্টি ট্যাক্স সহ অনেক প্রতিস্ঠান এই কাউন্সিল ট্যাক্স বাড়ানো বিপক্ষে অবস্থান গ্রহন করেছেন। এই প্রতিস্ঠান গুলির কর্মকর্তারা মনে করেন এই কাউন্সিল ট্যাক্স গরিব পরিবারের জন্য মরণ ফাঁদ হিসেবে তাদের আরো সমস্যায় ফেলে দিবে।
রিসার্চ কমিশন এই কাউন্সিল ট্যাক্স এ্যাবলিস করার জন্য জোরদার ক্যাম্পেইন শুরু করেছেন।
৪১টি কনটিটিউশন এর মধ্যে ধনী এবং গরিব কাউন্সিলের মধ্যে কাউন্সিল ট্যাক্স সমান ভাবে বৃদ্ধি হলে পূর্বের চেয়ে বর্তমানে গরীবরা বেশী সমস্যায় পরবেন।
প্রতিটি বাসাবাড়ি হিসেবে কাউন্সিল ট্যাক্স বাৎসরিক £১,৪৯৭.০০ নির্ধারিত হলে গরীবরা বেশী ক্ষতিগ্রস্ত হবে।
গরীব এলাকায় যে বাড়ির মূল্য £৮৮,০০০ পাউন্ড তাকেও সমান কাউন্সিল ট্যাক্স দিতে হবে আবার ধনী এলাকায় যে বাড়ির দাম£ ১,২ মিলিয়ন তাকেও সমান কাউন্সিল ট্যাক্স দিতে হবে।
তবে ২০২১ সালের বাজেটে ধনী এলাকায় £০.০৯% পারসেন্ট ট্যাক্স বাড়ানো হবে সে ক্ষেত্রে ধনী এলাকার বাসা বাড়ির মালিকরা £১,৫২৭.০৭ কাউন্সিল ট্যাক্স দিবেন।এই কাউন্সিল ট্যাক্স ধনীদের জন্য সুবিধাজনক হলেও গরীবদের জন্য মহা সমস্যা। অনেক গবীর পরিবার আছেন এই করোনা মহামারির সময় ঠিকমত পরিবার চালাতে পারছেন না সেখানে এই বর্ধিত কাউন্সিল ট্যাক্স মরার উপর খড়ার ঘা।
চ্যাচেলর ঋষি সুনাক বলেছেন”সরকারের অবশ্য রাজস্ব খাত আয় বাড়াতে হলে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির বিকল্প নেই।কাউন্সিল ট্যাক্স হচ্ছে সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।তবে কাউন্সিল ট্যাক্স বেশীর ভাগ এলাকায় £০.০২% বাড়ানো হলেও এলাকা ভিত্তিক কিছুটা বেশী বাড়ানো হচ্ছে যেমন নর্থ এ্যান্ড মিড ল্যান্ড শতকরা £১% পারসেন্ট এবং ওয়েস্ট মিনিস্টার এলাকায় £০.০৯% বাড়ানো হয়েছে। সরকার অনেক গবেষনা করেই বাজেটে কাউন্সিল ট্যাক্স বাড়িয়েছে”।